

আয়ারল্যান্ডের বিপক্ষে চার দিনের লর্ডস টেস্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। চোট কাটিয়ে দীর্ঘ সময় পর স্কোয়াডে জনি বেয়ারস্টো। বেন ফোকসের জায়গা হয়নি, অলি পোপকে আনুষ্ঠানিকভাবে সহ-অধিনায়ক মনোনীত করা হয়েছে।
চার দিনের টেস্টটি ১ থেকে ৪ জুন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এবং এটি দুই দেশের মধ্যকার এটি দ্বিতীয় টেস্ট। লর্ডসে একমাত্র টেস্ট খেলার জন্য ইঞ্জুরিতে থাকা জেমস অ্যান্ডারসনকে ডাকা হয়েছে। ব্যাটার অলি পোপকে ইংল্যান্ডের সহ-অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইসিবি। বেন স্টোকসের ডেপুটি হিসেবে দায়িত্ব সামলাবেন পোপ।
উইকেটরক্ষক-ব্যাটার জনি বেয়ারস্টো এখন সম্পূর্ণ ফিট, গত আগস্টের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের হয়ে মাঠে ফিরছেন। পেসার ক্রিস ওকসও লম্বা বিরতির পর টেস্ট স্কোয়াডে ফিরেছেন, ২০২২ সালের মার্চে সবশেষ ম্যাচ খেলেন। নিউজিল্যান্ড সফর থেকে বিরতি নিয়ে দলে ফিরেছেন মার্ক উড।
জোফরা আর্চার গ্রীষ্মের বাকি সময়ের জন্য বাদ পড়েছেন, সাম্প্রতিক স্ক্যানে দেখা গেছে তার ডান কনুইতে স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। আর্চার এখন ইংল্যান্ড এবং সাসেক্স মেডিকেল টিমের সাথে সময় কাটাবেন, যারা তার ইনজুরি সেরা উঠার ব্যবস্থাপনা নিয়ে কাজ করবে।
এর আগে ২০১৯ সালে লর্ডসে প্রথমবারের মত টেস্টে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। ঐ ম্যাচে ইংলিশদের কাছে ১৪৩ রানের বড় ব্যবধানে হেরেছিল আইরিশরা।
ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড:
বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জ্যাক লিচ, অলি পোপ (সহ-অধিনায়ক), ম্যাথু পটস, অলি রবিনসন, জো রুট, ক্রিস ওকস এবং মার্ক উড।