রিয়াদের দলে ফেরা সহজ নয়, কারণ ব্যাখ্যা করলেন সাকিব

সাকিব আল হাসান মাহমুদউল্লাহ রিয়াদ
Vinkmag ad

বাংলাদেশের ওয়ানডে দলে একটা লম্বা সময় ধরে অবিচ্ছেদ্য অংশ হয়ে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সাম্প্রতিক কিছু সিরিজে দলে সুযোগ পাননি এই তারকা ক্রিকেটার। তার দলে থাকা, না থাকা নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। বিশ্বকাপের বছর বলেই কিনা আলোচনা তুঙ্গে, বিশ্বকাপ দলে কি থাকবেন রিয়াদ?

ইংল্যান্ডে এক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার দিনে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। সেখানে তাকে প্রশ্ন করা হয় মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে। উত্তরে সাকিব জানান, যে পজিশনে মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটিং করেন সেই পজিশনের জন্য বিকল্প অনেক, তাই প্রতিদ্বন্দিতাও অনেক। রিয়াদ দারুণ খেলছে উল্লেখ করেও তাই সাকিব বলছেন সিদ্ধান্ত নেওয়া সহজ কিছু না।

সাকিব বলেন, ‘আসলে যেই জায়গাটা নিয়ে কথা বলছেন সেখানে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু আসলে একজনের না, বেশ কয়েকজনের। প্রতিটা ক্রিকেটারই সেখানে পারফর্ম করছে। ঘরোয়া ক্রিকেটে যদি দেখেন আফিফ আছে সেখানে, মোসাদ্দেক আছে, সোহান আছে, রিয়াদ ভাই সেখানে অসাধারণ খেলছে। রাব্বি আছে দলের সাথে, মিরাজও সাতে ব্যাটিং করছে। একটি জায়গার জন্য ৬-৭ জন ক্রিকেটার আছে বিকল্প হিসেবে।’

তবে নির্বাচক, কোচ ও অধিনায়কের ওপর আস্থা আছে সাকিবের। তিনি মনে করেন সবাই মিলে সঠিক সিদ্ধান্তই নিবেন।

‘এখানে সিদ্ধান্ত নেওয়াটা আসলে খুব সহজ কিছু না। আমি মনে করি, বিশ্বকাপের জন্য প্রতিপক্ষ মাথায় রেখে কন্ডিশন মাথায় রেখে নির্বাচক, কোচ, অধিনায়করা সঠিক সিদ্ধান্তই নিবে।’ 

নিজে নির্বাচন প্রক্রিয়ার অংশ নন বলে সাকিব জানান দল নিয়ে খুশি তিনি। দলের সবাই দেশের জন্য সেরাটা দেবার চেষ্টা করবে বলে বিশ্বাস করেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

‘আমি আসলে নির্বাচক না, সিলেকশনের অংশও না। আমার জন্য বলা মুশকিল। আমি দল নিয়ে খুশি। আমি নিশ্চিত যারাই থাকবে দলে তারা তাদের জায়গা থেকে ১৭ কোটি মানুষকে প্রতিনিধিত্ব করবে। বাংলাদেশের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

গিলের সেঞ্চুরিতে প্লে-অফের সেরা দুই নিশ্চিত গুজরাটের

Read Next

‘আমি নিশ্চিত কোচ-অধিনায়ক দলের জন্য খারাপ চান না’

Total
0
Share