

কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। হারলেই এবারের মতো গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হবে। আর ওদিকে কোনোরকমে জিততে পারলেই প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা নিশ্চিত হবে। এমন দুই সমীকরণ সামনে নিয়ে মুখোমুখি দুই দল গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। খেলা শেষে টাইটান্সের ৩১ রানের জয়ে শেষমেশ প্লে অফ থেকে ছিটকে গেলো হায়দ্রাবাদ। আর ওদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পা রাখলে শেষ চারে।
আহমেদাবাদে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ঘোষণা করেন এইডেন মার্কারাম। প্রথম ওভারের তৃতীয় বলেই ভুবনেশ্বর কুমার আঘাত হানেন। ঋদ্ধিমান সাহা নিজের ইনিংস শুরু করার আগেই সাজঘরের পথে। এমন সুন্দর একটা শুরুর পরও খেলা নিজেদের হাতে রাখতে পারে নি হায়দ্রাবাদ। দ্বিতীয় উইকেটে ১৪৬ রানের জুটি গড়েন শুভমান গিল এবং সুদর্শন। দলের অর্ধেকের বেশি রান আসে গিলের ব্যাট থেকে।
নিজের আইপিএল ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পাওয়া শুভমান গিল বনে যান গুজরাট টাইটান্সের প্রথম সেঞ্চুরিয়ান। ১০১ করে আউট হন তিনি। তার সহযাত্রী সুদর্শন করেন ৩৬ বলে ৪৭। অবাক করা বিষয় এরপর আর কোনো ব্যাটার ১০ রানও করতে পারে নি। পরপর চারজন ব্যাটারের স্কোর ০। শেষ ৬ ওভারে টাইটান্সের ৮ উইকেট পড়েছে। ইনিংস শেষে সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৮৮।
গুজরাটকে বড় রানের দিকে যেতে না দিয়ে তাদের রানের লাগাম টেনে ধরেছিলেন ভুবনেশ্বর কুমার। তার ১ ওভারে ৪ উইকেট আসে। ভুবনেশ্বর ৫টি এবং মার্কো জানসেন, নটারাজান, ফজলহক ফারুকিরা ১টি করে উইকেট পান।
ডু অর ডাই ম্যাচে ১৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বরাবরের মতো হতাশ করেছে হায়দ্রাবাদের ওপেনাররা। দুই ওপেনার আনমোলপ্রীত সিং এবং অভিষেক শর্মা ৫ রান করে বিদায় নেন। এমনকি মিডল অর্ডারে নেই কোনো প্রতিরোধ। পুরো আসরে জ্বলে উঠতে না পারা ক্যাপ্টেন এইডেন মার্করামের ব্যাট আজও হাসলো না। ফিরলেন ১০ রানে।
৭ ওভারে ৫০ রানে ৬ উইকেট হারিয়ো হায়দ্রাবাদ যখন দিশেহারা, হেনরিখ ক্লাসেন দলকে জেতাতে শেষ চেষ্টা করেন। এ আসরে নিজের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন। ৪৪ বলে ৬৪ করে ক্লাশেন ফিরে গেলে হায়দ্রাবাদের হার নিশ্চিত প্রায়। কারণ পরের ব্যাটাররাও গুজরাট বোলারদের সামনে নাকানি চুবানি খেয়েছে। ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৫৪ রানে হায়দ্রাবাদের ইনিংস থেমেছে।
টাইটান্স শিবিরে অন্য সময়ে বোলিং ইউনিটকে আফগানিস্তানের দুই লেগি রাশিদ খান এবং নুর আহমেদ নেতৃত্ব দিলেও আজ সম্পূর্ণ সফলতা পেস বোলারদের। মোহাম্মদ শামি এবং মোহিত শর্মা পেয়েছেন ৪টি করে উইকেট আর বাকি ১টি উইকেট পেয়েছে ইয়াশ দেয়াল। গুজরাটের এ জয়ে ম্যাচের সেরা খেলোয়াড় শুভমান গিল।