আইসিসির সিদ্ধান্ত, ক্রিকেটে আসছে বড় রদবদল

বৃষ্টি বিরতি শেষে আম্পায়ারের সঙ্গে যে কথা হয়েছিলো সাকিবের
Vinkmag ad

আইসিসির নয়া সিদ্ধান্ত; আসছে বড় এক পরিবর্তন। ক্রিকেট থেকে বাতিল হয়ে যাচ্ছে সফট সিগন্যাল। আগামী পয়লা জুন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে থাকছে না সফট সিগন্যালের নিয়ম। বেশকিছু পজিশনের জন্য হেলমেট বাধ্যতামূলক করা হয়েছে।

আইসিসি ঘোষণা করেছে যে, ১ জুন থেকে, মাঠের আম্পায়ারদের আর টিভি আম্পায়ারের নির্দেশিত সিদ্ধান্তের জন্য “সফট সিগন্যাল” প্রদান করতে হবে না। পরিবর্তে, মাঠের আম্পায়াররা এখন সিদ্ধান্ত নেওয়ার আগে টিভি আম্পায়ারের সাথে পরামর্শ করবেন।

সফট সিগন্যাল নিয়ম নিয়ে বার বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে আইসিসিকে। অবশেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচেই সফট সিগন্যাল নিয়মের বিদায় ঘটতে চলেছে। আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায় সফট সিগন্যাল বাতিলের অনুমোদন দিয়েছেন।

‘কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে মাঠের আম্পায়াররা টিভি আম্পায়ারের সাথে পরামর্শ করবেন,’ আইসিসি নিশ্চিত করেছে।

অন্য বড় ঘোষণার মধ্যে রয়েছে বেশি ঝুঁকিপূর্ণ পজিশনের জন্য হেলমেট বাধ্যতামূলক করা।

হেলমেট বাধ্যতামূলক হবে:

যখন ব্যাটাররা ফাস্ট বোলারদের মুখোমুখি হয়।

যখন উইকেটরক্ষকরা স্ট্যাম্প পর্যন্ত দাঁড়িয়ে থাকে।

যখন ফিল্ডাররা উইকেটের সামনে ব্যাটারের কাছাকাছি থাকে।

সফট সিগন্যাল আসলে ক্লোজ ক্যাচ কিংবা আউট সম্পর্কিত একটি নিয়ম। মানে যখন মাঠের আম্পায়ার ক্যাচ সম্পর্কে নিশ্চিত না হন, তখন তিনি তৃতীয় আম্পায়ারকে পরীক্ষা করতে বলেন। তবে এর আগে মাঠের আম্পায়ারকে তার সিদ্ধান্ত জানাতে হবে। সহকর্মী আম্পায়ারের সঙ্গে কথা বলার পর তিনি যে সিদ্ধান্ত দেন তাকে বলা হয় সফট সিগন্যাল।

এই নিয়মে, অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত তখনই পরিবর্তিত হয় যখন একটি শক্তিশালী প্রমাণ থাকে। সফট সিগন্যাল নিয়মের অধীনে, মাঠের আম্পায়ার যে সিদ্ধান্ত নেন তা বেশিরভাগই তৃতীয় আম্পায়ারের একই সিদ্ধান্ত হয়। এ কারণেই এই নিয়ম নিয়ে বিতর্ক চলছে।

৯৭ ডেস্ক

Read Previous

ইঞ্জুরির তালিকা লম্বা হওয়াতে ইংল্যান্ডের কপালে চিন্তার ভাঁজ

Read Next

গিলের সেঞ্চুরিতে প্লে-অফের সেরা দুই নিশ্চিত গুজরাটের

Total
0
Share