ইঞ্জুরির তালিকা লম্বা হওয়াতে ইংল্যান্ডের কপালে চিন্তার ভাঁজ

২য় টেস্টের জন্য ইংল্যান্ডের সেরা একাদশ ঘোষণা
Vinkmag ad

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সময় অভিজ্ঞ পেসার জেমস আ্যান্ডারসন কুঁচকির ইঞ্জুরিতে পড়ার খবরের পর থ্রি লায়নসের ডেরায় ফাস্ট বোলারের সংখ্যা আরও কমে গেলে।

ম্যানচেস্টারে সমারসেটের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারের ম্যাচের প্রথম দিনে বোলিং করার সময় আ্যান্ডারসন এই ইঞ্জুরিতে পড়েন এবং ৪০ বছর বয়সী এই ফাস্ট বোলার শেষ তিন দিনে আর মাঠে নামেনি যে ম্যাচ অবশ্য ড্র দিয়ে সমাপ্তি ঘটে। আগামী মাসে লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার জন্য অ্যান্ডারসন সময়মতো সুস্থ হয়ে উঠবেন কিনা তা দেখবার বিষয়, যখন ইংল্যান্ড আশা করছে টেকসই এ ডানহাতি বোলার অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ জুন থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজে খেলার জন্য উপযুক্ত হবেন।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড রবিবার অ্যান্ডারসনের চোটের বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি প্রকাশ করেছে এবং জানিয়েছে যে ব্যস্ত আসন্ন টেস্ট সূচির আগে অভিজ্ঞ খেলোয়াড়কে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

বিবৃতি থেকে জানা যায়, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমরাসেটের বিপক্ষে এক ম্যাচে ল্যাঙ্কাশায়ার এবং ইংল্যান্ড বোলার জেমস আ্যান্ডারসন ডান কুঁচকির হাল্কা স্ট্রেইন ইঞ্জুরিতে পড়েছে। আ্যান্ডারসন বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন বোলিংয়ের সময় ইঞ্জুরিতে পড়ে এবং ম্যাচের বাকি সময় মাঠের বাইরে থাকে। ম্যাচটা আজ ড্রতে শেষ হয়। তার ফিটনেস আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের কাছাকাছি সময়ে মূল্যায়ন করা হবে, যেটি লর্ডসে শুরু হবে বৃহস্পতিবার ১লা জুন ২০২৩ থেকে।’

এসময়ে ইংল্যান্ডের ব্যস্ত গ্রীষ্ম সূচির আগে আ্যান্ডারসন ইঞ্জুরির সাথে যুদ্ধ করা একমাত্র বোলা নয়, তার সহযাত্রী জফরা আর্চার (এলবো), অলি স্টোন (হ্যামস্ট্রিং) এবং ব্রাইডন কার্স ( পিঠ) ইঞ্জুরিতে ভুগছে।

ল্যাঙ্কাশায়ার কোচ গ্লেন চ্যাপেল বিশ্বাস করেন আ্যান্ডারসনের ইঞ্জুরি গুরুতর কিছু নয় এবং অল্প সময়ের মধ্যেই অভিজ্ঞ এই ইংরেজ তারকা মাঠে খেলায় ফিরবেন। চ্যাপেল বলেন, ‘জিমি প্রথম ইনিংসে দুর্দান্ত বল করেছে। কুঁচকির ইঞ্জুরি শুধু তার খেলাকে সাময়িক সময়ের জন্য বিষাদময় করে তুলেছে। আমি মনে করি না ব্যাপারটা খুবই উদ্বেগজনক। তার ফিরে আসার ব্যাপারে আমাদের ইতিবাচক থাকা উচিত কিন্ত অবশ্যই আজকের খেলায় অংশ না নিয়ে সে কাজটা মোটেও ভালো করে নি। এটা আমার কাছে খামচে পড়া কুঁচকির মত মনে হচ্ছে।’

৯৭ ডেস্ক

Read Previous

শ্রীলঙ্কা সিরিজের জন্য আফগানদের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

Read Next

আইসিসির সিদ্ধান্ত, ক্রিকেটে আসছে বড় রদবদল

Total
0
Share