নিজের ব্যাটে রান ও দলের পারফরম্যান্সে খুশি তামিম

তামিম ইকবাল
Vinkmag ad

টানা দুই জয়ে ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবাল খুশি ৯ ইনিংস পর নিজের ব্যাটে ফিফটির দেখা পেয়ে। দলের পারফরম্যান্স নিয়ে তামিমের বক্তব্য, ‘সিরিজজুড়ে আমরা দারুণ ক্রিকেট খেলেছি’। বিপরীত অনেক কিছুই এই সিরিজে পক্ষে আসায় আনন্দিত টাইগার অধিনায়ক।

২০২২ এর ৭ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ফিফটি রানের ইনিংসের পর তামিম ইকবাল গত ৯ ইনিংসে ব্যাট হাতে বড় কোনো স্কোর করতে ব্যর্থ। গেল ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজেও তামিম ছিলেন নিষ্প্রভ।

চেমসফোর্ডে সিরিজের প্রথম দুই ওয়ানডেতেও হাসেনি তামিমের ব্যাট। ১৪ ও ৭ করে বিদায় নেন দ্রুত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ধারণীর গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের ব্যাট থেকে ফিফটির দেখা পেয়ে খুশি তামিম ইকবাল। তবে তিনি হতাশও,

‘অবশ্যই। তবে কিছুটা হতাশ কারণ আমার চালিয়ে যাওয়া উচিত ছিল। আমরা সেরকম অবস্থাতেই ছিলাম। তবে যখন আপনার এত লম্বা ক্যারিয়ার হবে সেখানে অনেক উত্থানপতন থাকবে। গত ২-৩ সিরিজে আমি নিজের সেরা ছন্দে ছিলাম না। তবে আমার মধ্যে বিশ্বাস ছিল আমি কেবল একটি ম্যাচ দূরেই আছি। যদি আজকের ইনিংসটি আরও বড় করতে পারতাম তাহলে আরও খুশি হতাম।’

আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ হওয়া সিরিজ থেকে ইতিবাচকের সমারোহ নিয়েই দেশে ফিরছে বাংলাদেশ। কোথায় খুশি, কোথায় অখুশি জানালেন অধিনায়ক তামিম।

ম্যাচ শেষে সংবাদসম্মেলনে তামিম ইকবাল জানালেন,

‘সিরিজ জুড়ে আমরা দারুণ ক্রিকেট খেলেছি। খুব ভালো হয়ত বলব না, তবে খুব কঠিন ক্রিকেট খেলেছি। যেকোনো মাঠে, যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই ৪৫ ওভারে ৩২০ রান তাড়া করে জেতাটা খুব কঠিন একটি কাজ। আমার মনে হয়, যেভাবে আমরা খেলেছি কিংবা ব্যাটিং করেছি দ্বিতীয় ম্যাচে সত্যিই দুর্দান্ত ছিল। আজকের ম্যাচ আমার জন্য খুব খুব বিশেষ ম্যাচ ছিল। এরকম ঘটনা সবসময় আমরা উল্টোপাশে দেখেছি (প্রতিপক্ষের জয়)। হয়ত আমরা জেতার মত পরিস্থিতিতে থেকেও শেষমেশ হেরে যেতাম। কিন্তু খুব কম ক্ষেত্রেই আমরা এসব ক্ষেত্রে জিতেছি বিশেষ করে যখন আমরা বোলিং করেছি। বিষয়টি দেখা খুবই আনন্দদায়ক।’

‘এই সিরিজে ব্যাটিংটা আরেকটু উন্নতি আমরা করতে পারতাম। আজকে যদি আপনি দেখেন প্রথম ২৫ ওভারে আমরাই দাপট দেখাচ্ছিলাম, ওভারপ্রতি প্রায় ৬ রান করে তুলছিলাম, কিন্তু শেষটা ভালোভাবে করতে পারিনি। অইখান থেকে কমপক্ষে আমাদের ৩০০ রান করার দরকার ছিল, ৩১০-১৫ করা উচিত ছিল। যখন আপনি একজন ব্যাটার কম নিয়ে খেলবেন তখন সবারই দায়িত্ব একটু বেশি নেওয়া উচিত, সবারই। ওভারল এই সিরিজ থেকে আমি বেশ খুশি। দেশের ইতিহাসে আমরা খুব বেশি ৩০০+ চেইজ করিনি। আমরা তা করেছি। আজকের মত ডিফেন্ডও করিনি। এখানে ইতিবাচক দিকই বেশি নেতিবাচকের চাইতে।’

প্রথম ওয়ানডে ভেস্তে যায় বৃষ্টির কারণে। ২য় ওয়ানডেতে নাজমুল হোসেন শান্ত’র সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের ফিনিশিংয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। আজ শেষ ও সিরিজ নির্ধারণী ম্যাচ ৫ রানে জিতে সিরিজ নিজেদের করে নিল তামিম ইকবালের দল।

৯৭ প্রতিবেদক

Read Previous

আগামী হোম গ্রীষ্মের মৌসুমে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি

Read Next

তামিমের মতে, শান্ত-মুস্তাফিজের বলেই খেলা ঘুরেছে

Total
0
Share