চেন্নাইকে হারিয়ে প্লে-অফের দৌড়ে থাকল কোলকাতা

t sports ipl 2
Vinkmag ad

চেন্নাই সুপার কিংসের জন্য প্লে অফ মোটামুটি নিশ্চিত। তবে শেষ চারে জায়গা করে নিতে কোলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জয়ের বিকল্প নেই। চেন্নাইকে তাদের হোম ভেন্যুতে ৬ উইকেটে হারিয়ে তাই প্লে অফের দৌড়ে নিজেদের প্রাসঙ্গিক রাখল কেকেআর। দাপুটে জয়ের রাতে ম্যাচ সেরা হন রিংকু সিং।

সন্ধ্যার ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মাহেন্দ্র সিং ধোনি। শুরুতে ওভার প্রতি ১০ রান করে আসছিল। তবে তৃতীয় ওভারেই রুতুরাজ গায়েকোয়াড় ১৭ রান করে সাজঘরে ফিরলে ওভার প্রতি রান রেটে ভাটা পড়ে। আরেক ওপেনার ডেভন কনওয়ে ২৮ বলে ৩০ রান করে আউট হন। হলুদ জার্সিতে নিজের অভিষেকের পর প্রথম কয়েক ম্যাচ ভালো খেললেও আজিঙ্কা রাহানে বেশ কিছু ম্যাচে রান পাচ্ছেন না। আজ ফিরেছেন ১১ বলে ১৬ করে।

আরেক ব্যাটার আম্বাতি রায়ডুকে নিয়ে বুঝি এবার ভাববার সময় হয়েছে টিম ম্যানেজমেন্টের। চেন্নাইয়ের কোনো ম্যাচেই ব্যাট হাতে কার্যকরী ভুমিকায় তাকে দেখা যায়নি। আজও আউট হয়েছেন ৭ বলে ৪ করে। লোয়ার মিডল অর্ডারে শিভাম দুবের ৩৪ বলে ৪৮ রান ছিল চেন্নাইয়ের ব্যক্তিগত সর্বোচ্চ রান। মইন আলি মাত্র ১ করে সুনীল নারাইনের বলে বোল্ড হন। রবীন্দ্র জাদেজার ২০ রানের পর ধোনি শেষ দিকে মাত্র ৩ বল খেলার সুযোগ পেয়েছিল। ২০ ওভার শেষে চেন্নাইয়ের সংগ্রহ ৬ উইকেটে ১৪৬।

কোলকাতার সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী ২টি করে এবং আরোরা, শারদুল ঠাকুররা পান ১টি করে উইকেট। এছাড়া বাকি বেলাররা উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে চেন্নাই ব্যাটারদের চাপে রেখেছিল।

কোলকাতার ব্যাটিংয়ের শুরুটা মোটেই ভালো হয়নি। দলীয় ৪ রানের মাথায় রহমানউল্লাহ গুরবাজ আউট হয়ে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার জেসন রয় ১২ রান করে দীপক চাহারের বলে আউট হন। কোলকাতার হয়ে আগের ম্যাচে ভালো খেলা ভেঙ্কটেশ আইয়ার আজ আর রান পাননি।

তবে মিডল অর্ডারে এসে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন ক্যাপ্টেন নিতিশ রানা এবং রিংকু সিং। দুজনের ৯৯ রানের জুটির পর জয় প্রায় নিশ্চিত করেই রান আউটের ফাঁদে পড়েন রিংকু সিং। অন্যদিকে নিতিশ রানা ৪৪ বলে ৫৭ করে জয় নিয়ে তবেই মাঠ ছাড়েন।

ধোনি আজ ছয়জন বোলারকে দিয়ে বল করালেও শুধুমাত্র দীপক চাহার সফলতার মুখ দেখেন। প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নেন তিনি। এছাড়া বাকি বোলাররা চেন্নাইকে ম্যাচে রাখার চেষ্টা করলেও শেষ দিকে ৯ বল হাতে রেখেই ৬ উইকেটে জিতে যায় কোলকাতা।

৯৭ ডেস্ক

Read Previous

হাসান মাহমুদের নায়ক হওয়ার রাতে বাংলাদেশের সিরিজ জয়

Read Next

আগামী হোম গ্রীষ্মের মৌসুমে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি

Total
0
Share