হাসান মাহমুদের নায়ক হওয়ার রাতে বাংলাদেশের সিরিজ জয়

featured photo updated v 15
Vinkmag ad

টানা দুই জয়ে ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। ম্যাচের শেষ ওভারে হাসান মাহমুদের আগুন বোলিংয়ের কল্যাণে ৫ রানের রোমাঞ্চকর জয়। ২-০ ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশের। এক সেঞ্চুরিতে তিন ম্যাচ মিলিয়ে ১৯৬ রান করা নাজমুল হোসেন শান্ত পেলেন ম্যাচসেরার পুরস্কার।

প্রথম ওয়ানডে ভেস্তে যায় বৃষ্টির কারণে। ২য় ওয়ানডেতে নাজমুল হোসেন শান্ত’র সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের ফিনিশিংয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। আজ শেষ ও সিরিজ নির্ধারণী ম্যাচ ৫ রানে জিতে সিরিজ নিজেদের করে নিল তামিম ইকবালের দল। ৪ উইকেট নেওয়া মুস্তাফিজ হন ম্যাচ সেরা ক্রিকেটার। আর শান্ত’র হাতে সিরিজ সেরার পুরস্কার। তবে অভিষেক ক্যাপ পাওয়ার দিনে ব্যর্থ রনি তালুকদার ও মৃত্যুঞ্জয়।

জয়ের জন্য শেষ ওভারে আয়ারল্যান্ডের দরকার হয় ১০ রানের। হাসান মাহমুদের দাপুটে বোলিংয়ে ৫ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। চার রান খরচায় তুলে নেন দুই উইকেট, তাতেই হয়ে যান ম্যাচের নায়ক।

চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে তিন পরিবর্তন নিয়ে সিরিজের শেষ ম্যাচে আইরিশদের বিপক্ষে নামে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেটে ২৬১ রান করা বাংলাদেশ শেষ পাঁচ উইকেট হারিয়েছে ১৩ রান করতেই। শেষপর্যন্ত টাইগার ব্যাটিং লাইন গুটিয়ে যায় ২৭৪ রানে।

অভিষেক রাঙাতে পারেননি রনি তালুকদার। ১৪ বল খেলে ব্যক্তিগত ৪ রানে আউট হয়েছেন রনি। নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস সমান ৩৫ করে আউট হয়েছেন। ১৩ রানের বেশি পাননি তাওহীদ হৃদয়। তবে বিপরীত রূপ নেন তামিম ইকবাল।

অধিনায়কোচিত ৬৯ রানের ইনিংস খেলে বিদায় নেন তামিম। ৫ রানের জন্য ফিফটি পাননি মুশফিকুর রহিম। মিরাজও এরপর নিয়েছেন বিদায়, ফেরার আগে অবশ্য ৩৭ করেন। এরপর মুড়িমুড়কির মতো ভেঙে পড়ে টাইগারদের লোয়ার অর্ডার।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপর পল স্টারলিং ও অ্যান্ড্রু বালবার্নির ব্যাট থেকে ১০৯ রানের জুটি। দাপট দেখিয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন এবাদত হোসেন। ফিফটি হাঁকিয়ে বালবার্নি ফেরেন ৫৩ রানে। পল স্টারলিং মিরাজের শিকার হওয়ার আগে খেলেন ৬০ রানের ইনিংস।

হ্যারি টেক্টর ব্যক্তিগত ৪৫ রানে বিদায় নিলেও লরকান টাকার পূর্ণ করেন অর্ধশত। শেষদিকে মার্ক ১০ বলে ২০ রানের ক্যামিও খেলেও দলকে জেতাতে পারেননি। শেষ ওভারের শুরুর বলেই অ্যাডায়ারের স্টাম্প ভাঙেন হাসান মাহমুদ। উইল ইয়াং নেমে দৌড়ে নেন এক। পরের বলে হাসান শর্ট থার্ডে ক্যাচ বানান অ্যান্ডি ম্যাকব্রাইনকে।

পরের তিন বলে ১, ২, ০ নিয়ে ম্যাচ ৫ রানে হারে আয়ারল্যান্ড। শেষের রোমাঞ্চে বাংলাদেশের জয়ের নায়ক পেসার হাসান মাহমুদ।

বল হাতে এদিন সর্বোচ্চ ৪ উইকেট দখলে নেন মুস্তাফিজুর রহমান, ১০ ওভারে ১ মেডেনসহ মাত্র ৪৪ রান খরচায়। মেহেদী হাসান মিরাজ ৩.৮০ ইকনোমিতে নেন ১ উইকেট। ওয়ানডে অভিষেক ম্যাচে উইকেট শূন্য থাকেন মৃত্যুঞ্জয় চৌধুরী।

৯৭ প্রতিবেদক

Read Previous

ব্যাঙ্গালোরের সামনে দাঁড়াতেই পারলো না রাজস্থান

Read Next

চেন্নাইকে হারিয়ে প্লে-অফের দৌড়ে থাকল কোলকাতা

Total
0
Share