ডিপিএলে ব্যাট হাতে আলো ছড়ালেন যারা

ডিপিএলে ব্যাট হাতে আলো ছড়ালেন যারা
Vinkmag ad

১৩ মে, পর্দা নেমেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২২-২৩ এর। রেকর্ড ২২ তম বারের মতো ঢাকা লিগের শিরোপা জিতেছে ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। 

ব্যাট হাতে সদ্য সমাপ্ত ডিপিএলে আলো ছড়িয়েছেন অনেকেই। রেকর্ড ৯৩২ রান করে এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ২ লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন আবাহনী লিমিটেডের মোহাম্মদ নাইম শেখ। 

তার সঙ্গে ওপেন করা এনামুল হক বিজয় ৮৩৪ রান করে আছেন ২ নম্বরে। এই দুজন সহ মোট ১৫ জন ব্যাটার ৫০০ রানের গন্ডি পার করেছেন। 

ডিপিএলে ব্যাট হাতে সেরা যারা (সেরা ১০)-

১. মোহাম্মদ নাইম শেখ (আবাহনী লিমিটেড)- ১৬ ইনিংসে ৯৩২ রান
২. এনামুল হক বিজয় (আবাহনী লিমিটেড)- ১৬ ইনিংসে ৮৩৪ রান
৩. ইরফান শুক্কুর (লেজেন্ডস অব রুপগঞ্জ)- ১৫ ইনিংসে ৭০৩ রান
৪. ফজলে মাহমুদ রাব্বি (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)- ১৬ ইনিংসে ৬৭১ রান
৫. চিরাগ জানি (লেজেন্ডস অব রুপগঞ্জ)- ১৫ ইনিংসে ৬৬৯ রান

৬. সাইফ হাসান (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)- ১৬ ইনিংসে ৬৩০ রান
৭. পারভেজ হোসেন ইমন (লেজেন্ডস অব রুপগঞ্জ)- ১৫ ইনিংসে ৫৮৫ রান
৮. মাহিদুল ইসলাম অঙ্কন (মোহামেডান স্পোর্টিং ক্লাব)- ১৫ ইনিংসে ৫৭৪ রান
৯. মার্শাল আইয়ুব (অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাব)- ১৩ ইনিংসে ৫৬২ রান
১০. আফিফ হোসেন ধ্রুব (আবাহনী লিমিটেড)- ১৩ ইনিংসে ৫৫০ রান।

এছাড়া ৫০০ এর বেশি রান করেছেন লেজেন্ডস অব রুপগঞ্জের সাব্বির রহমান (৫৪৯), মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইমরুল কায়েস (৫১৭), শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নুরুল হাসান সোহান (৫১১), মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাহমুদউল্লাহ রিয়াদ (৫১০) ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের রবি তেজা (৫০৮)।

৯৭ প্রতিবেদক

Read Previous

দর্শক ও আম্পায়ার নিয়ে মন্তব্য, জরিমানা গুনলেন ক্লাসেন

Read Next

ব্যাঙ্গালোরের সামনে দাঁড়াতেই পারলো না রাজস্থান

Total
0
Share