

১৩ মে, হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্টসকে আতিথ্য দিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। যে ম্যাচে ৭ উইকেটে হারে স্বাগতিকরা। এই ম্যাচে দর্শক ও আম্পায়ার নিয়ে অসন্তোষ জানান সানরাইজার্স হায়দ্রাবাদের হেনরিখ ক্লাসেন।
দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারকে জরিমানা করেছে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) গভর্নিং কাউন্সিল। লেভেল ১ এর কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন ক্লাসেন।
কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.৭ ভঙ্গ করা ক্লাসেনকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ক্লাসেন দর্শকদের ব্যবহার নিয়ে নিজের অসন্তোষ জানান। আড়াল করেননি আম্পায়ারিং নিয়ে অসন্তোষের কথাও।
স্টার স্পোর্টসকে তিনি বলেন, ‘দর্শকদের নিয়ে হতাশ। মাঠে আপনি এটা আশা করেন না। খুবই হতাশ, কারণ তারা আমাদের মোমেন্টাম নষ্ট করেছে। আম্পায়াররাও সঠিক সিদ্ধান্ত দেয়নি, যদিও এটা খেলার অংশ।’
That winning feeling! ????
A superb chase from @LucknowIPL ????????#TATAIPL | #SRHvLSG pic.twitter.com/xWHS0yy6sQ
— IndianPremierLeague (@IPL) May 13, 2023