

গতকাল রাতেই দুঃসংবাদ হিসাবে এসেছে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সাকিব আল হাসানের ছিটকে যাওয়া। ঠিক কি চোটে সাকিব মাঠের বাইরে, এবং এই চোট সারতে ঠিক কত সময় লাগে তা জানিয়েছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।
দলের সঙ্গে থাকা জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন ‘দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ নেওয়ার চেষ্টা করার সময় সাকিব তার ডান তর্জনীর ডগায় চোট পান।’
‘এক্স-রে এর ফলাফলে তর্জনীর গোড়ায় একটি ফ্র্যাকচার নিশ্চিত করেছে। এই ধরনের আঘাত সাধারণত সারতে প্রায় ছয় সপ্তাহ সময় লাগে।’
অর্থাৎ, মাঠে ফিরতে সাকিব আল হাসানের লাগবে অন্তত ৬ সপ্তাহ।
উল্লেখ্য, ১২ মে, চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ২য় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় ডান হাতের আঙুলে চোট পান সাকিব।
আয়ারল্যান্ডের ইনিংসের ৪৩ তম ওভারের ঘটনা। মেহেদী হাসান মিরাজের বলে জর্জ ডকরেলের এক সহজ ক্যাচ ছাড়েন সাকিব। কাভারে দাঁড়িয়ে থাকা সাকিব ক্যাচ ছাড়েন তো বটেই, চোট পান আঙুলে। ৯ ওভারে ৫৭ রান হজম করা সাকিব থাকেন উইকেটশুন্য।
পরে ঐ চোট নিয়েই ব্যাটিং করেন সাকিব। ২৭ বলে ৫ চারে করেন ২৬ রান।