

আঙুলের চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান। কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই অলরাউন্ডারকে। টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর আইরিশদের বিপক্ষে শেষ ওয়ানডে তো বটেই, আফগানদের বিপক্ষে টেস্টেও সাকিবের সার্ভিস পাওয়া নিয়ে আছে শঙ্কা।
১২ মে, চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ২য় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় ডান হাতের আঙুলে চোট পান সাকিব।
আয়ারল্যান্ডের ইনিংসের ৪৩ তম ওভারের ঘটনা। মেহেদী হাসান মিরাজের বলে জর্জ ডকরেলের এক সহজ ক্যাচ ছাড়েন সাকিব। কাভারে দাঁড়িয়ে থাকা সাকিব ক্যাচ ছাড়েন তো বটেই, চোট পান আঙুলে। ৯ ওভারে ৫৭ রান হজম করা সাকিব থাকেন উইকেটশুন্য।
View this post on Instagram
পরে ঐ চোট নিয়েই ব্যাটিং করেন সাকিব। ২৭ বলে ৫ চারে করেন ২৬ রান।
View this post on Instagram