

২০১৯ সালে ডিপিএল (ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ) এর শেষ ম্যাচ। সৌম্য সরকার করেন সেঞ্চুরি (২০৮*), আবাহনী লিমিটেড জেতে শিরোপা। ২০২৩ সালের ডিপিএলের শেষ ম্যাচ, এবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে সৌম্য সরকারের সেঞ্চুরি, অন্য ম্যাচে জিতে শিরোপা আবাহনী লিমিটেডের।
২০১৯ ও ২০২৩ এ অনেক মিল আবাহনী ও সৌম্য সরকার। সেবারও শুরুর ১২ ম্যাচে করেছিলেন কেবল ৩০৩ রান। শেষ ম্যাচে ২০৮* রান করে ৫০০ এর গন্ডি পার করেছিলেন।
এবারে মোহামেডানের পক্ষে খেলার সুযোগ পেয়েছেন ১২ ম্যাচে, ব্যাট করেছেন ১১ ইনিংসে। প্রথম ১০ ইনিংসে রান ১৯১, শেষ ম্যাচে ১০২ রান করেও টুর্নামেন্টে ৩০০ পূর্ণ করতে পারেননি।
তবে বিশ্বকাপের বছর বলেই শেষ ম্যাচে সৌম্য সরকারের সেঞ্চুরি নিয়ে আলোচনা। ২০১৯ এ ঐ রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি সৌম্য সরকারকে নিয়ে গিয়েছিল ইংল্যান্ড বিশ্বকাপে। এবারে ভারত বিশ্বকাপে ১০২ রানের ইনিংস সৌম্য সরকারকে নিয়ে যাবে কিনা তা সময় বলে দিবে।
আর এই আলোচনা আরও প্রাসঙ্গিক হয়েছে কোচ হিসাবে টাইগার শিবিরে চন্ডিকা হাথুরুসিংহে ফিরে আসায়। বরাবরই সৌম্য সরকারকে পছন্দ করেন এই লঙ্কান কোচ। ইতোমধ্যে জানিয়েছেন রান করলে সৌম্যও তাদের বিবেচনায় আছেন। তবে এটাও সত্য, আজ ও ২৩ এপ্রিল, ২০১৯ এর মাঝের সময়ে সৌম্য আর কোন লিস্ট এ সেঞ্চুরির দেখা পাননি!
প্রসঙ্গত, আজ ডিপিএলে নিজেদের শেষ ম্যাচে লেজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগে ব্যাট করে ৭ উইকেটে ২৯৮ রান করে মাশরাফির রুপগঞ্জ।
জবাবে সৌম্য সরকারের ১০২, রুবেল মিয়ার ৮৭ ও মাহমুদউল্লাহ রিয়াদের ৪২ বলে অপরাজিত ৬১ রানে ভর করে ৪ উইকেটের জয় পায় মোহামেডান।