পাকিস্তানের হেড কোচ কে এই গ্র্যান্ট ব্র্যাডবার্ন

পাকিস্তানের হেড কোচ কে এই গ্র্যান্ট ব্র্যাডবার্ন
Vinkmag ad

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হলেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন। আগামী দুই বছরের জন্য পাকিস্তানের কোচিং প্যানেলের নেতৃত্ব দিবেন ব্র্যাডবার্ন।

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে প্রটোকল মেনে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ পেয়েছেন এই কোচ।

ব্র্যাডবার্ন নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে কনসালটেন্ট হেড কোচ হিসাবে কাজ করেন পাকিস্তান দলের সঙ্গে। বাবর আজমের নেতৃত্বাধীন দল যেই সিরিজে ২-২ এ সমতায় শেষ করে টি-টোয়েন্টি সিরিজ, ৪-১ এ জেতে ওয়ানডে সিরিজ।

এর আগে ২০১৮ থেকে ২০২০ অব্দি পাকিস্তান দলের ফিল্ডিং কোচ হিসাবে কাজ করেছেন তিনি। এরপর পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে কোচদের ডেভেলপমেন্টে কাজ করেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের হয়ে কাজ করার আগে তিনি স্কটল্যান্ডের প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন।

৫৭ ছুঁইছুঁই গ্র্যান্ট ব্র্যাডবার্ন নিউজিল্যান্ডের ক্রিকেট পরিবারের একজন। তার পিতা ওয়েইন ব্র্যাডবার্ন নিউজিল্যান্ডের পক্ষে খেলেছেন ২ টেস্ট। গ্র্যান্ট কিউইদের প্রতিনিধিত্ব করেছেন ৭ টেস্ট ও ১১ ওয়ানডেতে। রান করেছেন যথাক্রমে ১০৫ ও ৬০। উইকেট আছে ৬ টি করে।

৯৭ ডেস্ক

Read Previous

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সাইফউদ্দিন

Read Next

জমজমাট ফাইনাল শেষে চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড

Total
0
Share