স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সাইফউদ্দিন

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সাইফউদ্দিন
Vinkmag ad

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার ম্যাচ। এই ম্যাচের জয়ী দলই শিরোপা জিতবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২২-২৩ এর। এই হাইভোল্টেজ ম্যাচেই ইনজুরি বাধিয়ে মাঠ ছাড়লেন মোহাম্মদ সাইফউদ্দিন। 

শেখ জামালের বিপক্ষে আগে বোলিং করছে আবাহনী। ৬ষ্ঠ বোলার হিসাবে তাকে বোলিংয়ে আনেন অধিনায়ক মোশাদ্দেক হোসেন সৈকত। প্রথম ৫ ওভারে ২৪ রান খরচে ১ উইকেটও নেন তিনি। ৫৩ রান করা তাইবুর রহমানুকে আফিফ হোসেন ধ্রুবর ক্যাচ বানিয়ে ফেরান তিনি।

তবে ৬ষ্ঠ ওভার করতে এসেই বাঁধে বিপত্তি। জিয়াউর রহমানের বিপক্ষে প্রথম বল করতে গিয়ে বিমার ছোড়েন তিনি। আম্পায়ার দেন নো বলের ইশারা। তবে ফলো থ্রুতে খানিক দৌড়ে মাটিতে শুয়ে পড়েন তিনি।

সঙ্গে সঙ্গেই মাঠে হাজির হন ফিজিও। বেশ কিছুক্ষণ তাকে দেখে স্ট্রেচারে করে নেওয়া হয় মাঠের বাইরে।

মূলত হ্যামস্ট্রিংয়ের চোটেই মাঠ ছাড়তে হল সাইফউদ্দিনকে। ফিল্ডিং করতে গিয়ে এই চোটের সূত্রপাত, এরপর চূড়ান্ত রূপ পায় বোলিংয়ের ফলো থ্রুতে। 

বিস্তারিত আসছে… 

৯৭ প্রতিবেদক

Read Previous

তাওহীদ হৃদয়ের ইন্টেন্ট, প্রশংসায় পঞ্চমুখ শান্ত

Read Next

পাকিস্তানের হেড কোচ কে এই গ্র্যান্ট ব্র্যাডবার্ন

Total
0
Share