তাওহীদ হৃদয়ের ইন্টেন্ট, প্রশংসায় পঞ্চমুখ শান্ত

তাওহীদ হৃদয়ের ইন্টেন্ট, প্রশংসায় পঞ্চমুখ শান্ত
Vinkmag ad

এখন অব্দি ওয়ানডে ফরম্যাটে ৪ ইনিংসে বাংলাদেশের পক্ষে ব্যাট করেছেন তাওহীদ হৃদয়। যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য হৃদয় এর মধ্যে ২ ইনিংসেই করেছেন ফিফটি, ৩ ইনিংসে ব্যাট করেছেন ১০০ ছাড়ানো স্ট্রাইক রেটে। ৮৫ বলে ৯২, ৩৪ বলে ৪৯, ৩১ বলে ২৭ ও ৫৮ বলে ৬৮।

টাইগারদের সাবেক হওয়া কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম যে ইমপ্যাক্ট ও ইন্টেন্টের কথা জনপ্রিয় করে তুলেছেন সেই দুইই দৃশ্যমান ২২ বছর বয়সী হৃদয়ের ব্যাটিংয়ে।

শুক্রবার চেমসফোর্ডে ৪৫ ওভারে ৩২০ রান করার মিশনে তাওহীদ হৃদয়ের পজিটিভ ব্যাটিং নজর কেড়েছে। ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ ১১৭ রান করা নাজমুল হোসেন শান্ত বলছেন তাওহীদের ব্যাটিং সাহায্য করেছে তার ভালো করতে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাওহীদ হৃদয়কে নিয়ে শান্ত বলেন, ‘যেভাবে হৃদয় ব্যাটিংয়ে আসার পর ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করেছে সেটাতে আমার ব্যাটিংয়েও অনেক সাহায্য করেছে। ওকে দেখে কখনোই নার্ভাস মনে হয়নি। আমাদের যে জুটিটা ছিল, যেরকম দরকার ছিল সেরকমই আমরা খেলার চেষ্টা করেছি।’

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

শান্ত বলছেন ফলাফল কি হবে সেটা নিয়ে চিন্তা ছিল না কারোরই। সহজাত খেলাতেই মন ছিল সবার। তিনি মনে করেন এমনটা ধরে রাখতে পারলে দল আরও বেশি ভালো করবে।

শান্তর ভাষ্যমতে, ‘যেটা গুরুত্বপূর্ণ সেটা হল আমরা ফলাফল নিয়ে বেশি চিন্তা করছি না। যার যেটা সহজাত খেলা সেটাই খেলার চেষ্টা করছি। এটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে দল সামনে আরও ভালো অবস্থানে যাবে এবং আরও ভালো কিছু করা সম্ভব হবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

শান্তর উড়ন্ত চুমু কার জন্যে, এক ইনিংসেই আনন্দ ও আক্ষেপ

Read Next

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সাইফউদ্দিন

Total
0
Share