

লিস্ট এ ক্রিকেটে আগে থেকেই ছিল ৭ সেঞ্চুরি, প্রথম শ্রেণিতে ১০ এমনকি টি-টোয়েন্টিতেও ২ সেঞ্চুরি ছিল নাজমুল হোসেন শান্তর নামের পাশে। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি বলতে ছিল টেস্ট ক্রিকেটে ২ টি। সাদা বলের ক্রিকেটে দলে নিয়মিত হলেও সেঞ্চুরির দেখা মিলছিল না। অবশেষে সেই আক্ষেপ মিটেছে, চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে ১১৭ রানের ইনিংস খেলে সবার মন জিতেছেন শান্ত।
প্রথম ওয়ানডে সেঞ্চুরি বলে কথা, শান্ত তাই উদযাপন করেছেন বাঁধনহারা। শুন্যে লাফিয়েছেন, দিয়েছেন উড়ন্ত চুমুও। কাকে উদ্দেশ্য করে এই উড়ন্ত চুমু? ম্যাচশেষে সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয় শান্তর কাছে।
শান্তর উত্তর, ‘এটা বলা যাবে না (হাসি)।’
উইকেটে এসেছিলেন ৩.৩ ওভার শেষ হবার পর। এরপর খেলেন ৯৩ বলে ১২ চার ও ৩ ছয়ে ১১৭ রান। ৪৫ ওভারের ম্যাচে আউট হন ৩৬.৫ ওভারে গিয়ে। ম্যাচ ততক্ষণে বাংলাদেশের দিকে হেলে গিয়েছিল বেশ খানিকটা।
View this post on Instagram
সেঞ্চুরির আনন্দ তো আছেই, তবে কাছাকাছি গিয়েও দলকে জিতিয়ে মাঠ না ছাড়তে পারার আক্ষেপও শান্তর কম নয়।
শান্ত বলেন, ‘না, অবশ্যই আনন্দ তো একটু আছেই। আলহামদুলিল্লাহ প্রথম একশ (ওয়ানডেতে)। আর আক্ষেপও আছে, দুইটাই আছে আমার মনে হয়। প্রথম একশ হিসাবে খুশি, আর শেষ করতে পারলে আরও বেশি খুশি হতাম।’