

সুরিয়াকুমার যাদবের ব্যাটিং ক্যারিশমা সবাই দেখেছে এবং দেখতে দেখতে অভ্যস্ত। ১২ মে তার সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় মুম্বাই ইন্ডিয়ান্স। ১০৩ রানে প্রতিপক্ষের ৮ উইকেট ফেলে নিজেদের ৭ম জয়ের জন্য সময় গুনছিলেন রোহিত শর্মা। ঠিক তখনি ফিনিক্স পাখি হয়ে দলকে জেতাতে চার ছয়ে গ্যালারি কাঁপান রাশিদ খান। তার ৩২ বলে ৭৯* রানের পরও গুজরাট টাইটান্স হারে ২৭ রানে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাট টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। পাওয়ারপ্লেতে শুরুটা চলনসই হলেও পরের ওভারের প্রথম বলেই ঘটে ছন্দপতন। রোহিত শর্মা আজও তার ইনিংস বড় করতে পারলেন না। ২৯ করে রোহিত শর্মা আউট হন রাশিদ খানের বলে। আরেক ওপেনার ইশান কিশানও ২০ বলে ৩১ করে এলবিডব্লিউয়ের ফাঁদে পা দিয়ে সাজঘরে ফেরেন।
আসরের শুরুর দিকে সুরিয়াকুমার যাদবের ফর্ম না থাকায় তাকে মুম্বাইয়ের একাদশে রাখা হবে কিনা সেটাই ছিল বড় প্রশ্ন। তবে তিনি জাত খেলোয়াড়। খারাপ সময় থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন। এবছরের আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরি করেন সুরিয়াকুমার। ৪৯ বলে ১০৩ করে খেলা শেষ পর্যন্ত টিকে থাকেন। তার সাথে জুটি বেঁধে নেহাল ওয়াধেরা করেন ৭ বলে ১৫ এবং বিষ্ণু বিনোদ করেন ২০ বলে ৩০ রান। এছাড়া টিম ডেভিড এবং ক্যামেরুন গ্রিন ব্যাটিং করলেও দুই অঙ্কের রান করতে পারেনি। সব মিলিয়ে মুম্বাইয়ের সংগ্রহ ৫ উইকেটে ২১৮।
View this post on Instagram
গুজরাটের বোলারদের মধ্যে আজ সর্বোচ্চ সফলতা রাশিদ খানের। ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ৪টি উইকেট। বাকি ১টি উইকেট পান মোহিত শর্মা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই একের পর এক ভুল করতে থাকেন টাইটান্স ব্যাটাররা। ২৬ রানে ৩ উইকেট পড়ার পর ডেভিড মিলার এবং বিজয় শঙ্কর দলের হাল ধরে খাদের কিনারা থেকে দলকে টেনে তুলতে চেষ্টা করেন। মিলারের ২৬ বলে ৪১ এবং বিজয় শঙ্করের ১৪ বলে ২৯ এর পর ফের ছন্নছাড়া গুজরাট।
১০৩ রানে ৮ উইকেট হারানোর পর গুজরাটের হার কেবল সময়ের ব্যাপার। তবে আচমকা রাশিদ খানের এমন বিধ্বংসী ব্যাটিং। শেষ পর্যন্ত টিকে থেকে ৭৯ রানে অপরাজিত এক ইনিংস খেললেও দলকে হারতে হয়।
View this post on Instagram
আইপিএলের মাঝপথে মুম্বাইয়ের দামী খেলোয়াড় জফরা আর্চারের চলে যাওয়া এবং জাসপ্রীত বুমরাহ ইঞ্জুরিতে একটা ম্যাচও না খেলার অভার বুঝতে দেয়নি বাকি বোলাররা। আকাশ মাধওয়াল ৩টি, পীযুষ চাওলা এবং কুমার কার্তিকিয়া পান ১টি করে উইকেট। বাকি ১টি উইকেট নেন জেসন বেহরেনডর্ফ। মুম্বাইয়ের এ জয়ে ম্যাচ সেরা সুরিয়াকুমার যাদব।