

১৯৭৫, ১৯৭৯- ক্রিকেট ইতিহাসের প্রথম দুই বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, ১৯৮৩ তেও খেলেছিল ফাইনাল। ওয়ানডে ফরম্যাটে সেই দাপট আস্তে আস্তে শেষ হয়েছে তাদের। টি-টোয়েন্টি ফরম্যাটের আবির্ভাবের পর থেকে এই ফরম্যাটেও দাপট দেখায় ক্যারিবীয়রা। ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও জেতে তারা। যদিও এখন সেই দাপট কমেছে আশঙ্কাজনকভাবে।
উইন্ডিজ ক্রিকেটে সুদিন নেই বেশ কয়েক বছর হল। যেই সাদা বলের ক্রিকেটে উইন্ডিজ দিনের পর দিন দাপট দেখিয়েছে, সেই উইন্ডিজরাই এবার সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পায়নি, খেলতে হচ্ছে বাছাইপর্ব।
সুদিন ফেরাতেই ক্রিকেট উইন্ডিজ নতুন কোচিং স্টাফ খুঁজে নিয়েছে। টেস্ট ক্রিকেটের জন্য আন্দ্রে কোল ও ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য ড্যারেন স্যামিকে প্রধান কোচ করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
????BREAKING NEWS????
Daren Sammy & Andre Coley announced as the newly appointed WI Men’s Head Coaches.Read More⬇️ https://t.co/C3D6Q3alZm
— Windies Cricket (@windiescricket) May 12, 2023
এই খবরের লিঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হবার পরেই সবাই হুমড়ি খেয়ে পড়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ওয়েবসাইটে। যে চাপ নিতে পারেনি সেই ওয়েবসাইট। বেশ লম্বা সময় ওয়েবসাইটে ঢোকাই যাচ্ছিল না।
প্রসঙ্গত সঠিক প্রটোকল মেনেই কোচ নিয়োগ করেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই কোচকেই যেতে হয়েছে ইন্টারভিউ প্রসেসের মধ্য দিয়ে।
ড্যারেন স্যামির প্রথম অ্যাসাইনমেন্ট হবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজাহতে। জুনে এই সিরিজের পর জিম্বাবুয়েতে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলবে উইন্ডিজরা। কোলের প্রথম অ্যাসাইনমেন্ট হবে জুলাইয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ।
সব ফরম্যাটেই উইন্ডিজদের নেতৃত্ব দিয়েছেন ড্যারেন স্যামি। জিতিয়েছেন ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। অবসরের পর পিএসএল, সিপিএলে কোচিং করিয়েছেন স্যামি।
কোলে ছিলেন জ্যামাইকান উইকেটরক্ষক ব্যাটার। উইন্ডিজ ক্রিকেটের সব ফরম্যাটেই কোচিং করিয়েছেন তিনি। এর আগে উইন্ডিজদের অন্তর্বর্তীকালীন হেড কোচ ছিলেন তিনি।