ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও খোয়াল বাংলাদেশ

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও খোয়াল বাংলাদেশ
Vinkmag ad

শ্রীলঙ্কা সফরে গিয়ে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ নারী দল। বৃষ্টিতে ২ ম্যাচ পন্ড হয়, বাকি এক ম্যাচ জেতে শ্রীলঙ্কা নারী দল। তবে টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। বাকি দুই ম্যাচে অবশ্য পাত্তা পায়নি সফরকারীরা। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে সঙ্গী হয়েছে ৪৪ রানের হার।

কলম্বোর এসএসসি (সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড) তে আজ টসে জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা। এদিনও ২৩ বলে ৩২ রানের দাপুটে ইনিংস খেলেন লঙ্কান ক্যাপ্টেন চামারি আতাপাত্তু।

তবে চামারিকে ছাড়িয়ে যান তিনে নামা হার্শিতা সামারাবিক্রমা ও পাঁচে নামা নিলাক্ষী ডি সিলভা। ৪২ বলে ৬ চারে ৫১ রান করে অপরাজিত থাকেন হার্শিতা। ৩৯ বলে ৪ টি করে চার ও ছয়ে ৬৩ রান করে অপরাজিত থাকেন নিলাক্ষী।

২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৮ রান করে থামে শ্রীলঙ্কা। শেষ ওভারে ২৪ রান হজম করেন জাহানারা আলম।

জবাব দিতে নেমে শুরুতেই শুন্য হাতে ফেরেন ওপেনার রুবিয়া হায়দার। অপর ওপেনার জারজানা হক ১০ রান করলেও খেলেন ২০ বল।

তিনে নামা সোবহানা মোস্তারি ২৫ বলে ২ টি করে চার ও ছয়ে ৩০ রান করেন বটে, তবে তা রান ও বলের সমীকরণ মেলাতে যথেষ্ট হয়নি। চারে নামা নিগারের ব্যাটে সর্বোচ্চ রান। ৩১ রান করলেও তিনি খেলেন ৩৩ বল।

২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রান করে থামে বাংলাদেশ। শ্রীলঙ্কা ম্যাচ জেতে ৪৪ রানে, সিরিজ জেতে ২-১ ব্যবধানে। ম্যাচসেরা হন নিলাক্ষী, সিরিজসেরা হন হার্শিতা। 

৯৭ প্রতিবেদক

Read Previous

আজও নেই মুস্তাফিজ, আগে বোলিংয়ে বাংলাদেশ

Read Next

টেক্টর-ডকরেল ঝড়ে আয়ারল্যান্ডের রানের পাহাড়

Total
0
Share