আজও নেই মুস্তাফিজ, আগে বোলিংয়ে বাংলাদেশ

আজও নেই মুস্তাফিজ, আগে বোলিংয়ে বাংলাদেশ
Vinkmag ad

চেমসফোর্ডের কাউন্টি ক্লাব গ্রাউন্ডে প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে হয়েছে অমীমাংসিত। একই ভেন্যুতে আজ বাংলাদেশ ও আয়ারল্যান্ড মুখোমুখি হয়েছে দ্বিতীয় ওয়ানডেতে। ইংল্যান্ডের এই ভালো এই খারাপ আবহাওয়ার মধ্যে মাঠের খেলা কতটুকু হয় সেদিকেও নজর থাকবে সবার। 

আগের দিন বৃষ্টি এসেছিল বেশ পরে। বাংলাদেশের ইনিংস শেষ হয়েছিল, হয়েছিল আয়ারল্যান্ডের ইনিংসের ১৬.৩ ওভারও। এরপর বৃষ্টিতে পন্ড হয় ম্যাচ। আজ অবশ্য বৃষ্টির কারণে টস হতেই হয়েছে দেরি। 

বাংলাদেশ সময় ৩ টা ৪৫ এ টস হবার কথা থাকলেও তা হয় ৫ টা ৩০ মিনিটে। বৃষ্টিতে বরবাদ হওয়া সময় প্রভাব ফেলেছে ম্যাচের কার্যবিধিতে। দুই দল লড়বে ৪৫ ওভারি ম্যাচে। 

আগের দিন টস হারলেও আজ টস জেতেন তামিম ইকবাল। দুই দলই নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে, আগে বোলিং করবে সফরকারীরা। 

বাংলাদেশ একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, ও তাইজুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশ-

পল স্টারলিং, স্টিফেন ডোহানি, অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটরক্ষক), কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, গ্রাহাম হিউম ও জশ লিটল।

৯৭ প্রতিবেদক

Read Previous

ডাক হয়ে এবার জরিমানাও গুনছেন বাটলার

Read Next

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও খোয়াল বাংলাদেশ

Total
0
Share