ডাক হয়ে এবার জরিমানাও গুনছেন বাটলার

20230512 145618
Vinkmag ad

ব্যাট হাতে হয়েছেন ডাক, তবুও অনায়াসে জিতেছে তার দল রাজস্থান রয়্যালস। এবার তাকে গুনতে হচ্ছে জরিমানা। আচরণবিধি লঙ্ঘনের জন্য জস বাটলারকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইপিএলের আচরণবিধির ২.২ ধারায় লেভেল ১-এর অপরাধ স্বীকার করেছেন বাটলার। ফলে এই শাস্তির বিরুদ্ধে কোনও শুনানি হবে না

গতরাতে ইডেন গার্ডেন্সে কোলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য এই জরিমানা করেছে গভর্নিং কাউন্সিল। ফলে দলের দাপুটে জয়েও স্বস্তিতে নেই বাটলার! শূন্যে আউট হওয়ার পর এবার গুনতে হচ্ছে জরিমানা।

আইপিএল গভর্নিং কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ‘বাটলার আইপিএলের আচরণবিধির ধারা ২.২ এর অধীনে লেভেল ওয়ান অপরাধের কথা স্বীকার করেছেন। আচরণবিধির লেভেল ওয়ান লঙ্ঘনের জন্য, ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এবং বাধ্যতামূলক।’

কেকেআরের বিপক্ষে ম্যাচে ইয়াশভি জাইসাওয়ালের ভুলে শুরুতেই রান-আউট হয়ে সাজঘরে ফিরতে হয় জস বাটলারকে। রান আউট হওয়ার পরে কিছুটা রাগান্বিত হয়ে মাঠ ছাড়েন এবং ক্ষোভ উগরেছিলেন।

আইপিএল কর্তৃপক্ষ বাটলারকে জরিমানা করার আসল কারণ প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে এই কারণেই তাকে শাস্তির মুখে পড়তে হল।

শেষপর্যন্ত ইয়াশভি জাইসাওয়াল ঝড় তুলে ৯ উইকেটে গুঁড়িয়ে দেয় কোলকাতা নাইট রাইডার্সকে। ৪৭ বলে ৯৮ রানের হাত ধরেই ম্যাচ জিতে যায় রাজস্থান। এর আগে মাত্র ১৩ বলে ফিফটি পূর্ণ করে ভেঙে দেন আইপিএলের পুরানো রেকর্ড।

৯৭ ডেস্ক

Read Previous

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য উইন্ডিজের স্কোয়াড ঘোষণা

Read Next

আজও নেই মুস্তাফিজ, আগে বোলিংয়ে বাংলাদেশ

Total
0
Share