

আগামী মাসে জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তাদের খেলোয়াড়দের নামা ঘোষণা করেছে। বোলিং অলরাউন্ডার কিমো পলকে ডাকা হয়েছে স্কোয়াডে। অধিনায়কের দায়িত্ব আছে অভিজ্ঞ শাই হোপের কাঁধেই।
কিমো পল সর্বশেষ গত বছরের জুলাইয়ে ওডিআই খেলেছিলেন। এছাড়া গুদাকেশ মতি, বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট সফরে জিম্বাবুয়েতে ভাল পারফর্ম করে তিনিও দলে জায়গা পেয়েছেন।
???? BREAKING NEWS????
CWI announces the squad for the ICC Cricket World Cup Qualifiers in Zimbabwe.Read More⬇️https://t.co/bjgciuW1F5
— Windies Cricket (@windiescricket) May 11, 2023
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে নবম স্থান অর্জনের পর কোয়ালিফায়ারে যোগদান করছে। ৮ম দল হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা দক্ষিণ আফ্রিকা থেকে ১০ পয়েন্ট পিছিয়ে উইন্ডিজ।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আইপিএলে খেলা খেলোয়াড়দের বাছাইপর্বের আগে দলে যুক্ত হওয়ার সুযোগ দেবে, স্কোয়াডের যারা বর্তমানে ভারতে নেই তারা শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে তিন ওয়ানডে ম্যাচের প্রস্তুতি নেবে।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের আগে শারজাহতে তিন ম্যাচের ওয়ানডে খেলবে সংযুক্ত আরব-আমিরাত ও ওয়েস্ট ইন্ডিজ। ৫, ৭ ও ৯ জুন দিবারাত্রিতে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে উইন্ডিজ-ইউএই।
সিরিজ শেষে দু’দলই বাছাইপর্বের টুর্নামেন্টের জন্য জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হবে, যা ১৮ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত খেলা হবে। সব মিলিয়ে দশ দল বাছাইপর্বের টুর্নামেন্টে অংশ নেবে, এর মধ্যে দুই দল ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের জন্য টিকিট পাবে।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ বাছাইপর্বের দল:
শাই হোপ (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামারহ ব্রুকস, ইয়ানিক ক্যারিয়াহ, কেসি কার্টি, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ের্স, গুদাকেশ মতি, কিমো পল, নিকোলাস পুরান এবং রোমারিও শেফার্ড।