

ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে গত মঙ্গলবার ইসলামাবাদে গ্রে’ফ’তা’র হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের রায়ে ইমরানের সমর্থকরা আদালতের বাইরে জড়ো হয়ে উদযাপন করছে।
পাকিস্তানের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার বিশ্বকাপজয়ী অধিনায়ক ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রে’ফ’তা’রকে ‘বেআইনি’ ঘোষণা করার পর তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে।
PTI Chairman @ImranKhanPTI in Supreme Court today. His arrest has been declared illegal. pic.twitter.com/qDmSp9e3cG
— PTI (@PTIofficial) May 11, 2023
পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল অবিলম্বে মুক্তির নির্দেশ দেন ইমরান খানকে। তাকে মঙ্গলবার ইসলামাবাদে গ্রে’ফ’তা’র করা হলেও এবার বাতিল ঘোষণা করা হয়।
ইমরানকে এখন ইসলামাবাদে পুলিশ সদর দপ্তরের একটি গেস্টহাউজে স্থানান্তরিত করা হবে। এবং শুক্রবার তাকে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে, যারা তার গ্রে’ফ’তা’রকে বৈধ ঘোষণা করেছিল।
এর আগে ইমরান সুপ্রিম কোর্টে অভিযোগ করেছিলেন যে, তাকে করা গ্রে’ফ’তা’র প্রক্রিয়া স’হিং’স ছিল এবং লাঠি দিয়ে মা’র’ধর করা হয়েছিল। ইমরান খানকে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) আ’ট’ক করে। আইএইচসি তাকে আট দিনের জন্য শারীরিক রি’মা’ন্ডে রাখারও নির্দেশ দিয়েছিল। সেই সিদ্ধান্তেই ইমরান অবিলম্বে আপিল করেন, যার ফলে বৃহস্পতিবার তার মুক্তির আদেশ হয়।
This video shows the state fascism in Pakistan that has been targeting peaceful protestors over the past two days.#IamImranKhan pic.twitter.com/mcj3SkhQRp
— PTI (@PTIofficial) May 11, 2023
ইমরান খানের গ্রে’ফ’তা’রের ফলে সমগ্র পাকিস্তান জুড়ে স’হিং’স এবং মা’রা’ত্ম’ক বি’ক্ষো’ভে’র সৃষ্টি হয়েছিল, বিশেষ করে লাহোরে। যেখানে পুলিশ কমা’ন্ডারের বাসা ভাং’চু’র করা এবং আগুন দেওয়া হয়েছিল। পাকিস্তানের সামরিক বাহিনী এবং ইমরানের দল পিটিআই-এর সমর্থকদের মধ্যে গত দুই দিন ধরে সং’ঘ’র্ষ চলছে।