

দুইটি তিনদিনের ম্যাচের সিরিজে ১ জয়, ১ ড্র। তিনম্যাচের ওয়ানডে সিরিজে ৩ টিই জয়। মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে দারুণ এক সফর কাটাল প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল (অনূর্ধ্ব-১৬)।
আজ (১১ মে) মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ৩য় ও শেষ ওয়ানডেতে ১৩৮ রানের বিশাল জয় তুলে নিয়েছে সফরকারীরা। মুম্বাইকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করার ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ম্যাচসেরা দেবাশীষ সরকার দেবা।
শচীন টেন্ডুলকার জিমখানা স্টেডিয়ামে এদিন টস জিতে আগে ব্যাট করে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল। আজিজুল হাকিম তামিম এদিনও বলার মত রান করতে ব্যর্থ। অপর ওপেনার, দলের অধিনায়ক জাওয়াদ আবরার ৫৫ বলে খেলেন ৪৩ রানের ইনিংস।
তিনে নেমে কালাম সিদ্দিকী এলিন ৬৬ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। সামিউন বশির রাতুল (৯), তাওয়াফ নওয়াজ (১১) ও রিফাত বেগ (৩) দ্রুত ফিরলেও টলানো যায়নি দেবাশীষ সরকার দেবাকে।
মুম্বাইয়ের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে ৫৯ বলে ৩ চার ও ৮ ছক্কা হাঁকিয়ে ৮৩ রান করেন তিনি। তার এমন দাপুটে ব্যাটিংয়ে ৫০ ওভারে সফরকারীরা গুটিয়ে যায় ২৬৯ রানে।
View this post on Instagram
ব্যাটিংয়ের মত বোলিংয়েও দাপট দেখিয়েছেন দেবা। সপ্তম বোলার হিসাবে বল করতে এসে ৮ ওভার হাত ঘোরান তিনি। যেখানে ২ ওভারে কোন রান না দেওয়া দেবা ১৮ রান খরচে নেন ৩ উইকেট। ১ টি করে শিকার শেখ ইমতিয়াজ শিহাব, কায়েস রহমান লাবিব, জাওয়াদ আবরার ও আহসান আল মুমিনের।
মুম্বাই ৫০ ওভার টিকলেও ৮ উইকেট হারিয়ে করতে পারে কেবল ১৩১ রান। সফরকারীরা জয় পায় ১৩৮ রানের বিশাল ব্যবধানে। ম্যাচসেরা হন দেবা।