

আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) ওয়ানডে দলের র্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে শীর্ষে আছে অস্ট্রেলিয়া, অবস্থানের পরিবর্তন না হলেও রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশ দলের।
১১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ২ পয়েন্ট পিছিয়ে থেকে ২ নম্বরে পাকিস্তান। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনে ভারত।
বার্ষিক হালনাগাদে ২০২২, মে এর আগে খেলা ম্যাচের মান ৫০ শতাংশ ও এরপরের ম্যাচের মান ১০০ শতাংশ বিবেচনা করা হয়েছে।
৫ মে প্রথমবারের মত ওয়ানডে র্যাংকিংয়ে ১ নম্বরে ওঠা পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের শেষ ম্যাচ হেরে তিনে নেমে গিয়েছিল। তবে বার্ষিক হালনাগাদে উঠে এসেছে ২ এ।
শীর্ষে থাকা ৩ দলকে আলাদা করেছে কেবল ৩ পয়েন্ট। তবে এই ৩ দল বেশ এগিয়ে বাকি সবার থেকে।
নিউজিল্যান্ড ৪ নম্বরে থাকলেও ৩ এ থাকা ভারতের চেয়ে পিছিয়ে ১১ পয়েন্টে। ১০১ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে ইংল্যান্ড।
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ ৬ ও ৭ নম্বর জায়গা ধরে রেখেছে। আফগানিস্তান পেছনে ফেলেছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে।
আইসিসির বার্ষিক হালনাগাদকৃত র্যাংকিং (ওয়ানডে দল)-
১. অস্ট্রেলিয়া- ১১৮ (+৫)
২. পাকিস্তান- ১১৬ (+৪)
৩. ভারত- ১১৫ (+২)
৪. নিউজিল্যান্ড- ১০৪ (-৪)
৫. ইংল্যান্ড- ১০১ (-১০)
৬. দক্ষিণ আফ্রিকা- ১০১ (০)
৭. বাংলাদেশ- ৯৭ (+২)
৮. আফগানিস্তান- ৮৮ (+১৭)
৯. শ্রীলঙ্কা- ৮০ (-৬)
১০. ওয়েস্ট ইন্ডিজ- ৭২ (০)।