

চট্টগ্রামে প্রথম দুই ওয়ানডেতে হারতে তো হয়েছেই, সফরকারী পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ম্যাচে ৯ উইকেটের পরাজয়, ২য় ম্যাচে ৭৮ রানের। তবে চট্টগ্রাম থেকে রাজশাহী এসেই ভাগ্য বদল হল স্বাগতিকদের।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ৩য় ওয়ানডেতে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে টাইগার যুবারা।
টস জিতে এদিন পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক আহরার আমিন। সফর জুড়ে দারুণ ব্যাটিং করা পাকিস্তানের দুই ওপেনার এদিন বেশি রান করতে পারেননি। শাহজাইব খান করেন ৩, আজান আওয়াইজ ২।
শুরুর ঐ ধাক্কার পর আর কেউই সুবিধা করে উঠতে পারেনি। ৫ নম্বরে নেমে অধিনায়ক সাদ বেগ দলীয় সর্বোচ্চ ৩৫ রান করেন। এছাড়া শেষদিকে আরাফাত আহমেদ মিনহাজ ২৮ ও আলি আসফান্দ ২৭* রান করলে কোনমতে ১৫০ পার করে সফরকারীরা। ৪১.৪ ওভারে ১৫৪ তে গুটিয়ে যায় তারা।
বাংলাদেশের পক্ষে ৩ টি করে উইকেট নেন রোহনাত দৌলা বর্ষণ ও ইকবাল হাসান ইমন। ২ উইকেট নেন শেখ পারভেজ জীবন। ১ টি করে শিকার জিশান আলম ও ওয়াসি সিদ্দিকীর।
ছোট লক্ক্য তাড়া করতে নেমে আগ্রাসী ব্যাটিং করে টাইগার যুবারা। ওপেনার আদিল বিন সিদ্দিক ৩৪ বলে করেন ৮ চারে ৩৬। ২১ রান করতে অপর ওপেনার মাজাহারুল ইসলাম খেলেন ২৫ বল।
তিনে নেমে জিশান আলম ১৯ বলে করেন ২৪ রান। আরিফুল ইসলাম ১৩ বলে করেন ১২ রান। রান আউটে কাটা পড়া আহরার আমিন ১১ বলে করেন ৭ রান।
শিহাব জেমস ২৫ বলে ২৭ রান করে আউট হলেও ততক্ষণে জয়ের খুব কাছে বাংলাদেশ। শেখ পারভেজ জীবন (১৫ বলে ১৩*) ও মাহফুজুর রাব্বি (১৫ বলে ৮*) বাকি কাজ সারেন।
২৪ ওভার ও ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ৮ ওভারে ৪ মেডেনে ২০ রান খরচে ৩ উইকেট নেওয়া রোহনাত দৌলা বর্ষণ হন ম্যাচসেরা।