

বৃষ্টি বাগড়ায় ওয়ানডে সিরিজে ফল এসেছিল ১ ম্যাচে। তাতে বড় পরাজয়ই সঙ্গী হয় বাংলাদেশ নারী দলের। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই জয় তুলে নেয় নিগার সুলতানা জ্যোতির দল। স্বাগতিক শ্রীলঙ্কা অবশ্য সিরিজে ফিরে আসতে সময় নেয়নি, ২য় ম্যাচেই তুলে নিয়েছে জয়।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড (এসএসসি) তে আজ সিরিজের ২য় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে সুবিধা করে উঠতে পারেনি সফরকারীরা। বাংলাদেশকে ১০০ রানে গুটিয়ে দিয়ে ৯ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
টসে হেরে ব্যাটিং শুরু করে বাংলাদেশ, ১ম উইকেটে আসে ২৮ রান। ১৭ বলে ৩ চারে ১৬ রান করে রুবিয়া হায়দার বোল্ড হলে ভাঙে জুটি। সোবহানা মোস্তারি ও শামীমা সুলতানার ২য় উইকেট জুটিতে আসে ২৫ রান। ২৩ বলে ১৮ রান করে বোল্ড হন শামীমা।
১০ ওভার শেষে বাংলাদেশের রান ছিল ২ উইকেটে ৫৮। উইকেটে আগের ম্যাচে দাপুটে ফিফটি করে দলকে জেতানো নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। তবে এরপরই খেই হারায় দল। মুড়ি মুড়কির মত উইকেট পতনে ১৮.৩ ওভারে ১০০ রান করেই অলআউট বাংলাদেশ।
এদিন ১৭ বলে ৭ রান করতে পারেন নিগার। ২১ বল খেলে ১৮ রান সোবহানার। ১০ বল খেলে ১৪ রান করেন মুর্শিদা খাতুন। শেষ ৬ ব্যাটারের কেউই ২ অঙ্ক স্পর্শ করতে পারেননি।
জবাব দিতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন ক্যাপ্টেন চামারি আতাপাত্তু। ২৭ বলে ৬ চার ও ১ ছয়ে ৩৩ রান করেন তিনি। অপর ওপেনার ভিষ্মি গুনারত্নে ও চারে নামা নিলাক্ষী ডি সিলভাকে ফিরিয়ে ম্যাচে একটু প্রাণ আনেন বটে ফাহিমা। তবে হার্শিতা সামারাবিক্রমা (২৯*) ও কাবিশা দিলহারির (২০*) ৪র্থ উইকেট জুটিতে বাঘিনীদের হার নিশ্চিত হয়।
১৮.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন ২ ও রাবেয়া খান ১ উইকেট নেন।