

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে মঙ্গলবার ৬ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। কলম্বোতে শ্রীলঙ্কার ১৪৫ রান ৪ উইকেট হাতে রেখেই টপকে গেছে বাঘিনীরা। যেখানে ব্যাট হাতে না নামতে হলেও বল হাতে ৩৫ রান খরচে ১ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার।
শ্রীলঙ্কার ইনিংসে ২ টি নো বল করে বাংলাদেশ দলের মেয়েরা। ১ টি সুলতানা খাতুন ও ১ টি নাহিদা আক্তার।
১৩ তম ওভারের ৩য় বল নো বল করেন নাহিদা। তখনই বিতর্কের শুরু। আম্পায়ার নো বলের সংকেত দেবার পরেই ধারাভাষ্যকার রোশান আবেসিংহে বিস্ময় প্রকাশ করেন।
তিনি বলেন, ‘এটা ক্ষমার অযোগ্য। দুই কারণে ক্ষমার অযোগ্য। ১. সে একজন স্পিনার, ২. সে একজন নারী। কারণ আমি মনে করি না তাদের (নারীদের) বড় স্ট্রাইড আছে। সেকারণে আমি খুবই বিস্মিত, যে সে কীভাবে ওভারস্টেপ করে!’
পরে রিপ্লেতে দেখা যায় ওভারস্টেপিংয়ের জন্য নয়, বরং বল করতে গিয়ে পা স্টাম্পে লেগে বেল পড়ে যাবার কারণে আম্পায়ার নো বলের সংকেত দেন।
From today’s T20 international. “It’s a no-ball as well. Now this is unpardonable on two counts. One, a spinner. Second thing, a lady. A women’s cricketer. I don’t think they have big strides.” #SAvBAN pic.twitter.com/9KXIuLsou0
— Kit Harris (@cricketkit) May 9, 2023
সেটা দেখে আবেসিংহে আবার বলতে শুরু করেন, ‘ও এটাই কারণ। কারণ আমি বলেছিলাম, এটা স্ট্রাইড হতে পারে না!
এই ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার তীরে বিদ্ধ হন আবেসিংহে।
Good lord. Who is this “expert” commentator? https://t.co/X81fhywOOO
— Rick Eyre on cricket (@rickeyrecricket) May 9, 2023
What sort of a sexist comment is this? https://t.co/tgcmrpRqWi
— Mohammad Isam (@Isam84) May 9, 2023