

এপ্রিলে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হবার দৌড়ে ছিলেন পাকিস্তানের ফখর জামান, নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান ও শ্রীলঙ্কার প্রবাথ জয়সুরিয়া। তবে চ্যাপম্যান ও প্রবাথকে পেছনে ফেলে মাসসেরার মুকুট পরেছেন ফখর জামান।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ তেমন ভালো যায়নি ফখর জামান। যেখানে ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন মার্ক চ্যাপম্যান। ঐ টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্স চ্যাপম্যানকে এগিয়ে রাখবে এমনটাই ভেবেছিলেন ফখর জামান।
A month to remember ????
Fakhar Zaman was voted the ICC Men’s Player of the Month for April 2023 after some special performances ????
More ???? https://t.co/VNQuQz2A0C pic.twitter.com/XoJjlSFAnh
— ICC (@ICC) May 9, 2023
তবে ওয়ানডে সিরিজে রেকর্ড গড়া পারফরম্যান্সে পুরস্কার গেছে ফখরের ঘরেই। করেছেন দুই সেঞ্চুরি, দলকে জিতিয়েছেন ম্যাচ। তাতেই হয়েছেন ম্যাচসেরা। তবে এই পুরস্কার প্রাপ্তিতে ভক্তদের ভোটের জন্য ধন্যবাদ জানাতে ভোলেননি ফখর।
টুইটারে তিনি লেখেন, ‘যেভাবে চ্যাপম্যান ভাই টি-টোয়েন্টি সিরিজে রান করেছিল, আমার তো মনে হয়েছিল উনিই মাসসেরা হবেন। তবে সকল ভোটারদের ধন্যবাদ, যারা আমার জন্য ভোট দিয়েছেন।’
Jis tareeqay se Chapman bhai ne hame T20I me koota tha, mujhe to laga usko hi mile ga. But grateful to all the voters and fans for rooting out for me. ???? #Honoured pic.twitter.com/CdZNg9tqnG
— Fakhar Zaman (@FakharZamanLive) May 9, 2023