

বাংলাদেশ সফরে গিয়ে তেমন সুবিধা করে উঠতে পারেনি আয়ারল্যান্ড। ওয়ানডে সিরিজে ২-০ তে পরাজয়, টি-টোয়েন্টি সিরিজে ২-১ এ পরাজয় ও একমাত্র টেস্টে ৭ উইকেটে পরাজয়। অ্যান্ডি বালবার্নিরা হতাশ হয়েই ফিরেছে বাংলাদেশ থেকে।
তবে ইংল্যান্ডের মাটিতে হোম সিরিজে আইরিশরা পেতে চায় জয়ের স্বাদ। এই সিরিজ ৩-০ তে না জিতলে যে সরাসরি ২০২৩ বিশ্বকাপে খেলা হবে না আইরিশদের, আগেই যা নিশ্চিত করেছে বাংলাদেশ।
জেতা ছাড়া বিকল্প নেই এমন সমীকরণ মাথায় নিয়ে আজ (৯ মে) চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশের মুখোমুখি আয়ারল্যান্ড।
টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম- এই ৩ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ- এই দুই স্পিনিং অলরাউন্ডারের সঙ্গে আছেন তাইজুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশে আছেন আইপিএল থেকে ফেরা জশ লিটল।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, ও তাইজুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ-
পল স্টারলিং, স্টিফেন ডোহানি, অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটরক্ষক), কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, গ্রাহাম হিউম ও জশ লিটল।