

ওয়ানডে সিরিজে ২ ম্যাচ বৃষ্টিতে পন্ড, বাকি ম্যাচ হারে নিগার সুলতানা জ্যোতির দল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়েই শুরু করেছে বাঘিনীরা। আর সেই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান স্কোরবোরড়ডে জমা করে শ্রীলঙ্কা। জবাবে ১৯.৫ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় সফরকারীরা। ৫১ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা নিগার সুলতানা।
Heartbreak for Sri Lanka ???? Bangladesh Women’s make a stunning comeback ???? to win the first T20 by six wickets ????#SLvBAN pic.twitter.com/4y4g24bMAx
— Sri Lanka Cricket ???????? (@OfficialSLC) May 9, 2023
কলম্বোর এসএসসি (সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড) তে টসে জিতে আগে ব্যাট করে স্বাগতিকরা। উদ্বোধনী জুটি স্থায়ী হয় কেবল ২.৩ ওভার। ভিষ্মি গুনারত্নেকে (৮ বলে ১১) রাবেয়া খাতুনের ক্যাচ বানিয়ে ফেরান ফারিহা তৃষ্ণা। তবে চালিয়ে খেলতে থাকেন অপর ওপেনার লঙ্কান ক্যাপ্টেন চামারি আতাপাত্তু।
২৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৮ রান করে সাজঘরে ফেরেন তিনি, নাহিদা আক্তারের বলে সোবহানা মোস্তারিকে ক্যাচ দিয়ে। তাতে অবশ্য লঙ্কানদের রানের চাকা থামেনি। তিনে নামা হাসশিথা সামারাবিক্রমা ৪৪ বলে ৪৫, চারে নামা নিলাক্ষী ডি সিলভা ২৮ বলে অপরাজিত ২৯ রান করে দলকে ১৫০ ছুঁইছুঁই স্কোর গড়তে সাহায্য করে।
শেষ দিকে দ্রুত কিছু উইকেট হারানো লঙ্কানরা ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে। ৪ ওভারে ২০ রান খরচে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার ফাহিমা খাতুন। ১ টি করে শিকার ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খানের।
জবাব দিতে নেমে শুরুটা যাচ্ছেতাই হয় বাংলাদেশের। দলীয় ৭ রানের মাথায় রুবিয়া হায়দার ও ২৩ রানের মাথায় শামীমা সুলতানা সাজঘরে ফেরেন। দুই ওপেনারের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
৪.৪ ওভারে ২ উইকেটে দলের রান যখন ২৩ রান তখন উইকেটে আসেন ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। তিনে নামা সোবহানা মোস্তারির সঙ্গে গড়েন ৫১ রানের জুটি। ২৪ বল খেলে ১৭ রান করেন সোবহানা।
এরপর রিতু মনি উইকেটে আসলে জ্যোতি ও রিতু দুজনই জোরেশোরে রান প্যাডেলে পা দেন। এই দুজন ৮.৩ ওভার উইকেটে থেকে তোলেন ৭১ রান। ২৩ বলে ৪ চারে ৩৩ রান করে আউট হন রিতু মনি। রিতু যখন রান আউটে কাটা পড়েন তখন ইনিংসের বাকি ২ বল, বাংলাদেশের দরকার ১ রান।
View this post on Instagram
পেনাল্টিমেট ডেলিভারিতে সিঙ্গেল নিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন নিগার। তার নামের পাশে ৭৫* রান। ৫১ বল খেলে ৭ টি চার মারার পাশাপাশি হাঁকান ২ বিশাল ছক্কা। ম্যাচসেরা হন দাপুটে ইনিংস খেলে নিগারই।