আইপিএল শেষ জফরা আর্চারের, বিকল্প দলে টানল মুম্বাই

আইপিএল শেষ জফরা আর্চারের, বিকল্প দলে টানল মুম্বাই
Vinkmag ad

অনানুষ্ঠানিকভাবে আগেই জানা গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিচ্ছেন ইংলিশ ক্রিকেটার ক্রিস জর্ডান। তবে এই ইস্যুতে আনুষ্ঠানিক ঘোষণা এল আজ (৯ মে)। মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচের আগে ঘোষণা এল মুম্বাই শিবির থেকে।

ক্রিস জর্ডান মূলত ইংল্যান্ড দলে তার সতীর্থ জফরা আর্চারের বিকল্প হিসাবে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে ঢুকলেন।

ইনজুরিতে পড়া জফরা আর্চার ফিরে যাবেন ইংল্যান্ডে। যেখানে তার পূনর্বাসন হবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পর্যবেক্ষণে।

২০১৬ সালে আইপিএল অভিষেক হয়েছিল ক্রিস জর্ডানের। এখন অব্দি ২৮ টি ম্যাচ খেলা জর্ডান আইপিএলে নিয়েছেন ২৭ উইকেট। ইংল্যান্ডের পক্ষে ৮৭ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে জর্ডানের শিকার ৯৬ উইকেট।

জর্ডানকে দলে ভেড়াতে মুম্বাইয়ের খরচ হয়েছে ২ কোটি ভারতীয় রুপি। ১০ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৮ নম্বরে আছে মুম্বাই। প্লে অফের দৌড়ে এখনো আছে আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিটি।

প্লে অফের আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বাকি থাকা ম্যাচ-

বিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ৯ মে, মুম্বাই
বিপক্ষ গুজরাট টাইটান্স, ১২ মে, মুম্বাই
বিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস, ১৬ মে, লখনৌ
বিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ, ২১ মে, মুম্বাই।

৯৭ ডেস্ক

Read Previous

দল জিতলেও নিতিশ রানার মন ভালো নেই

Read Next

ক্যাপ্টেন নিগারের দাপুটে ইনিংসে বাঘিনীদের লঙ্কা বধ

Total
0
Share