

১১ ম্যাচে ৫ জয়- প্লে অফের দৌড়ে এখনও আছে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ৮ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘরের মাঠে ৫ উইকেটে জিতে খুশিমনেই আছে নিতিশ রানার দল। তবে অধিনায়ক নিতিশ রানার মন ভালো নেই।
থাকবেই বা কি করে! ইডেন গার্ডেন্সে নিজেদের সমর্থকদের সামনে পাঞ্জাব কিংসের বিপক্ষে জয় তুলে নেওয়া ম্যাচে যে জরিমানা গুনতে হয়েছে তাকে।
কোলকাতা নাইট রাইডার্সকে প্লে অফে তুলতে রিংকু সিং যেন উঠেপড়ে লেগেছেনhttps://t.co/cljVsYBeqx
— Cricket97 (@cricket97bd) May 9, 2023
স্লো ওভার রেটের কারণে কেকেআর দলপতি নিতিশ রানাকে জরিমানা করা হয়েছে।
১২ লাখ ভারতীয় রুপি গুনতে হয়েছে তাকে। আইপিএলের কোড অব কন্ডাক্ট অনুযায়ী এটা নিতিশ রানার প্রথম স্লো ওভার রেটে আটকে যাবার ঘটনা বলে সর্বনিম্ন ১২ লাখ রুপি জরিমানা হয়েছে তার।
প্লে অফের আগে এখনো ৩ ম্যাচ বাকি কোলকাতা নাইট রাইডার্সের। ইডেন গার্ডেন্সে ১১ মে কেকেআরের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। ১৪ মে চেন্নাইয়ের এমএ চিদাম্বরয়াম স্টেডিয়ামে মাহেন্দ্র সিং ধোনির দলের বিপক্ষে লড়বে নিতিশ রানারা। ২০ মে লখনো সুপার জায়ান্টসকে আতিথ্য দেবে ইডেন গার্ডেন্সে।