

ভারত বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে প্রশ্নের দানা বাঁধছে। দুই প্রতিবেশী রাষ্ট্র পাক-ভারত রাজনৈতিক দ্বন্দ্বের জেরে পাকিস্তানে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে ভারতের অংশগ্রহণে অসম্মতিতে পাকিস্তানেরও ভারত বিশ্বকাপ না খেলতে যাওয়ার জোর গুঞ্জন রয়েছে।
এক গণমাধ্যম সূত্র জিও সুপার টিভিকে জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী বিলাওয়াল ভুট্টোর সম্প্রতী ভারতের গোয়াতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে যোগদানের পর তার দেয়া এক বিবৃতিকে উল্লেখ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের সরকার থেকে ভারত বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের অনুমতি চাইবে।
খেলাধুলাকে পররাষ্ট্র নীতি এবং রাজনীতি থেকে পৃথক রাখা উচিত বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী।
এর আগে বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায় বিশ্বকাপে পাকিস্তানের সাথে ভারতের ম্যাচটি আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
‘কিছু বিশেষ কারণে পাকিস্তান ভারতের সাথে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলার প্রস্তাবে রাজি হবে না।’ আইসিসির আনুষ্ঠানিক সূচি ঘোষিত হওয়ার আগে বিস্তারিত কিছু না জানিয়ে এ তথ্য জানা যায় পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন থেকে।
উল্লেখ্য যে আইসিসি এখনও বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেনি। ক্রিকেটের এই বড় আসরটি আগামী অক্টোবর নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে।