

দেশের ঘরোয়া লিগেও সৌম্য সরকারের ব্যাট থেকে জ্বলছে না আলো। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন, ভুগছেন রান খরায়। তবুও সেই পুরানো সৌম্যকে ফেরাতে স্বপ্ন দেখছেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে জাতীয় দলে ফেরার জন্য সৌম্য’র উদ্দেশ্যে দিলেন টোটকা, ‘রান করতে হবে’।
মোহামেডানের হয়ে চলতি ডিপিএলে ১০ ইনিংসে সৌম্য সরকার ফিফটি পূর্ণ করেছেন কেবল একবার। ১৯.১০ ব্যাটিং গড়ে রান সংগ্রাহকের তালিকায় সৌম্য’র জায়গা হল ৬৮ নাম্বারে। শীর্ষে থাকা মোহাম্মদ নাইম যেখানে আটশোর বেশি রান পেয়েছেন সেখানে সৌম্য’র নামের পাশে কেবল ১৯১। সবশেষ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ২২ রান করার আগের তিন ইনিংসে ৮, ৯ ও ১৩ রান।
সৌম্য সরকারের কাছে যে প্রত্যাশা সে অনুযায়ী সার্ভিস পাচ্ছে না দেশের ক্রিকেট। প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না পেলেও সৌম্য আছে কোচ, টিম ম্যানেজমেন্টের চিন্তাভাবনার মধ্যেই। ঘরোয়া ক্রিকেটে ভালো করতে পারলেই সৌম্য’র ফের সুযোগ পাওয়া নিশ্চিত।
সৌম্য’র সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই কোচ হাথুরুর। তবে তিনিও একটু হতাশ। ইংল্যান্ডে জাতীয় দলের অ্যাসাইনমেন্টে গিয়েও সৌম্যকে নিয়ে কথা বললেন হাথুরুসিংহে। বললেন সৌম্য’র ফেরার সম্ভাবনার কথা,
‘সে রান করছে না। তাকে রান করতে হবে। আমরা সবাই জানি ও কতটা ভালো। সে আন্তর্জাতিক ক্রিকেটও খেলেছে। আমি সব খেলোয়াড়ের ওপরই নজর রাখছি। সে রান করা শুরু করলে অন্য সবার মতোই বাংলাদেশ দলে সুযোগ পাবে।’
বাংলাদেশের জার্সি গায়ে সৌম্য’র অনেক ভালো পারফরম্যান্স আছে। ম্যাচ জেতানো পারফরম্যান্স। যা এখনও মনে রেখেছেন হাথুরুসিংহে।