হাথুরুসিংহে রাগলেন, কিন্তু দোষারোপ করলেন না কাউকে

হাথুরুসিংহে রাগলেন, কিন্তু দোষারোপ করলেন না কাউকে
Vinkmag ad

আগামীকাল (৯ মে) থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে। সিরিজ ইংল্যান্ডের মাঠে হলেও স্বাগতিক দেশ আয়ারল্যান্ডই। সিরিজ শুরুর আগে মূল মাঠে কেবল এক সেশন অনুশীলন করতে পারল বাংলাদেশ দল। আর তাতেই যেন ক্ষোভ ঝরল হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের কণ্ঠে।

কাল থেকে শুরু হচ্ছে আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজ, অথচ ম্যাচ ভেন্যুতে মাত্র এক সেশন অনুশীলনের সুযোগ পায় তামিম ইকবালের দল। আইরিশদের বিপক্ষে সিরিজ খেলতে ইংল্যান্ডে এসে বিড়ম্বনায় টাইগাররা। তবুও নিজেদের সেরা খেলাটাই ম্যাচে দেখাতে চায় দল। কোচ হাথুরুসিংহে আইরিশ বোর্ডের ব্যবস্থাপনা নিতে দায় চাপাতে চান না, বরং নিজেরাই এমন পরিস্থিতি থেকে শিখতে চান।

সিরিজ শুরুর আগের দিন চেমসফোর্ডে অফিসিয়াল সংবাদসম্মেলনে চন্ডিকা হাথুরুসিংহে বলেন,

‘ব্যাপারটা অদ্ভুত, আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে খেলছি অথচ ভেন্যু ইংল্যান্ড। এরকম সচরাচর হয় না। আমি কাউকে দোষারোপ করতে পারব না। এমন প্রথমই হচ্ছে। আমি আগে জানলে এমন সূচিতে সায় দিতাম না। কারণ এটা আদর্শ প্রস্তুতি নয়। তবে কাউকে দোষারোপ করব না। এই ব্যাপার থেকেই শিখব।’

সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড দক্ষতা দলের কম্বিনেশন সাজানো সহজ করে দেয়। এই দুই অলরাউন্ডারকে প্রশংসায় ভাসিয়ে হাথুরুসিংহে জানালেন, একাদশ চূড়ান্ত করা হবে ম্যাচের দিন সকালে।

‘মিরাজ ভালো ব্যাটার, তার টেস্ট ও ওয়ানডেতে শতক আছে। আমরা অবশ্যই তাকে জেনুইন অলরাউন্ডার হিসেবে বিবেচনা করতে পারি। আমাদের আরও এক জেনুইন অলরাউন্ডার আছে, সাকিব আল হাসান। কম্বিনেশন যেমনই হোক আমরা সেরাটাই চাইব। এক্সট্রা ব্যাটার বা বোলার নিব কিনা তা কাল সকালে ঠিক করব।’

অচেনা কন্ডিশনে দলের ক্রিকেটারদের কাছে কি প্রত্যাশা হেড কোচের, ‘বেস্ট পারফরম্যান্স, বেস্ট এটিটিউড। প্রস্তুতি নিয়ে আমি খুবই খুশি। ছেলেরা যেন তাদের ফিট রাখে। তাসকিনের চোট আমাদের সজাগ করে তুলতে পারে। কীভাবে এশিয়া কাপ বিশ্বকাপের আগে ফিট রাখতে হবে তা খেয়াল রাখতে হবে।’

আগ্রাসী ক্রিকেট না নিজেদের ব্র‍্যান্ডের ক্রিকেট খেলবে বাংলাদেশ। হেড কোচের হাথুরুর সহজ উত্তর,

‘আমরা আমাদের সামর্থ্য ও স্কিল অনুযায়ী এভাবেই খেলব। কন্ডিশন কাজে লাগাতে হবে। কন্ডিশনই ঠিক করবে টেকটিক্যালে আমরা কীভাবে খেলছি। অন্যথায় আগের মতোই খেলতে চাই।’

উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে ব্রিটিশ কন্ডিশনের পার্থক্য বেশ। তাই অন্য কিছু না ভেবে আপাতত দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে সিরিজ জয়ের জন্য খেলবে বাংলাদেশ। হাথুরুর বক্তব্য,

‘এই কন্ডিশন বিশ্বকাপের মতো নয়। তাই সিরিজ জয়েই আপাতত মনোযোগ। কন্ডিশনের কারণে এই সিরিজ দিয়ে বিশ্বকাপ নিয়ে ভাবার বেশি সুযোগ নেই।’

৯৭ প্রতিবেদক

Read Previous

‘বিশ্বকাপের জন্য পাকিস্তান শক্ত অবস্থানে’

Read Next

‘সৌম্য ভালো, তবে রান করতে হবে’

Total
0
Share