রাহুলের সর্বনাশে ইশানের পৌষমাস

রাহুলের সর্বনাশে ইশানের পৌষমাস
Vinkmag ad

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এ লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটার ১ মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট বাধান। যার জেরে আইপিএলের গোটা আসর তো বটেই, আসন্ন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিটকে গেছেন তিনি।

এখন লোকেশ রাহুলকে এক অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হবে, এরপর ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে হবে তার পূনর্বাসন।

লোকেশ রাহুলের সর্বনাশে কপাল খুলেছে ইশান কিশানের। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতের স্কোয়াডে লোকেশ রাহুলের বিকল্প হয়েছেন তিনি।

এদিকে চোট বাধিয়েছিলেন জয়দেব উনাদকাটও। এই মূহুর্তে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পূনর্বাসনে আছেন তিনি। এখনো তিনি স্কোয়াডে থাকলেও তার থাকা না থাকা নির্ভর করবে অবস্থার অগ্রগতির ওপর।

ইনজুরি শঙ্কা আছে উমেশ যাদবকে নিয়েও। তিনি আছেন কোলকাতা নাইট রাইডার্সের মেডিকেল দলের পর্যবেক্ষণে।

রুতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমার ও সুরিয়াকুমার যাদবকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসাবে।

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারতের স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পুজারা, ভিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, শ্রীকর ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, শারদুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও ইশান কিশান (উইকেটরক্ষক)।

স্ট্যান্ডবাই- রুতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমার, সুরিয়াকুমার যাদব।

অস্ট্রেলিয়ার স্কোয়াড-

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মারনাস লাবুশেইন, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মার্ফি, ম্যাট রেনশাহ, স্টিভ স্মিথ (সহ অধিনায়ক), মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল- ৭ জুন, দ্য ওভাল

৯৭ ডেস্ক

Read Previous

পাকিস্তানের কাছে পাত্তাই পাচ্ছে না টাইগার যুবারা

Read Next

‘বিশ্বকাপের জন্য পাকিস্তান শক্ত অবস্থানে’

Total
0
Share