আইরিশদের বিপক্ষে হার-জিতে নড়চড় হবেনা টাইগারদের অবস্থান

টস বাংলাদেশ 1
Vinkmag ad

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ৪ ওয়ানডেতে জিতে প্রথমবারের মত ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান। শেষ ম্যাচে হেরে অবশ্য তারা আবার নেমে গেছে ৩ নম্বরে। ৭ নম্বরে থাকা বাংলাদেশের অবশ্য এমন দ্রুত অবস্থান বদলের সম্ভাবনা নেই।

আগামীকাল (৯ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে মাঠে গড়াবে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে। আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ এই সিরিজের বাকি দুই ম্যাচ একই ভেন্যুতে ১২ ও ১৪ মে।

এই ৩ ম্যাচেই যদি বাংলাদেশ জেতে তাহলে তাদের অবস্থান পরিবর্তন হবে না। তবে রেটিং পয়েন্ট ১ বেড়ে হবে ৯৬।

এমনকি আইরিশদের বিপক্ষে ৩ ম্যাচে হারলেও অবস্থানের নড়চড় হবে না টাইগারদের। তবে রেটিং পয়েন্ট কমে দাঁড়াবে ৮৯।

৩ ম্যাচের মধ্যে এক ম্যাচ হারলে রেটিং পয়েন্ট হবে ৯৪। ২ ম্যাচ হারলে হবে ৯১।

আইসিসি ওয়ানডে দলের র‍্যাংকিং-

১. অস্ট্রেলিয়া- ১১৩
২. ভারত- ১১৩
৩. পাকিস্তান- ১১২
৪. ইংল্যান্ড- ১১১
৫. নিউজিল্যান্ড- ১০৮

৬. দক্ষিণ আফ্রিকা- ১০১
৭. বাংলাদেশ- ৯৫
৮. শ্রীলঙ্কা- ৮৬
৯. ওয়েস্ট ইন্ডিজ- ৭২
১০. আফগানিস্তান- ৭১।

এদিকে ৫১ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে আয়ারল্যান্ড। ৩ ম্যাচ জিতলে আইসিসি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিতের পাশাপাশি তাদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৬০। ২ ম্যাচ জিতলে হবে ৫৭, ১ ম্যাচ জিতলে হবে ৫৪। সবকটি ম্যাচ হারলে পয়েন্ট কমে দাঁড়াবে ৫০।

৯৭ ডেস্ক

Read Previous

শুবমান এখন স্পাইডার-ম্যান!

Read Next

দেবার দৃঢ়তায় মুম্বাইয়ে ওয়ানডেতেও জয়ে শুরু সফরকারীদের

Total
0
Share