

বিনোদন জগৎের সংবাদ শিরোনামে উঠে এলেন ভারতীয় ব্যাটার শুবমান গিল। ভারতীয় স্পাইডারম্যান কন্টেন্টের জন্য কণ্ঠ দিয়েছেন গিল, পবিত্র প্রভাকরের চরিত্রে হিন্দি ও পাঞ্জাবি ভাষায় শোনা যাবে গিলের কণ্ঠ।
ক্রিকেট প্রতিভাকে একপাশে রেখে ভারতীয় স্পাইডারম্যানের পবিত্র প্রভাকর চরিত্রের জন্য ভয়েস দিলেন গিল, পেছনে থেকে রাঙাবেন টিভি পর্দা। তিনি হিন্দি এবং পাঞ্জাবি সংস্করণের জন্য ডাবিং করেছেন।
CRICKETER SHUBMAN GILL IS VOICE OF ‘SPIDER-MAN’ IN INDIA… #Indian cricketer #ShubmanGill has lent his voice for #SpiderMan [will be called Pavitr Prabhakar in #India]… Yes, the young cricketer has dubbed for the #Hindi and #Punjabi versions of #SpiderManAcrossTheSpiderVerse.… pic.twitter.com/sa6UNLrPpx
— taran adarsh (@taran_adarsh) May 8, 2023
বর্তমান ক্রিকেট বিশ্বে উদীয়মান নক্ষত্রদের মধ্যে অন্যতম শুবমান গিল। জাতীয় দল হোক বা আইপিএল ব্যাট হাতে নামলেই ঝড় তুলছেন। এবার পা রাখলেন টেলিভিশনের রঙিন দুনিয়ায়। স্পাইডার ম্যানের ভারতীয় ভার্সনে পবিত্র প্রভাকরের ছবিতে ভয়েসওভার দিলেন।
শুবমান গিল হলেন প্রথম ক্রীড়া ব্যক্তিত্ব, যিনি সবচেয়ে বড় হলিউড ফ্র্যাঞ্চাইজির জন্য তার কণ্ঠস্বর ধার দিয়েছেন। ৯টি ভারতীয় ভাষায় মুক্তি পাবে ‘স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’। মুক্তির তারিখ আগামী ২ জুন।
শুবমান গিল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘শুব-মান এখন স্পাইডার-ম্যান! ভারতীয় স্পাইডার-ম্যানের জন্য আমার কণ্ঠ দিতে পেরে রোমাঞ্চিত, স্পাইডার-ম্যান: স্পাইডারভার্সে পবিত্র প্রভাকর। ট্রেলার শীঘ্রই ড্রপ হচ্ছে! আমি স্পাইডার-ম্যান দেখে বড় হয়েছি, এবং সে সবচেয়ে রিলেটেবল সুপারহিরোদের একজন।’
‘পবিত্র প্রভাকর, হিন্দি এবং পাঞ্জাবি ভাষায় আমার জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা ছিল। ইতিমধ্যেই আমি অতিমানব বোধ করছি। আমি এই সিনেমাটির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
View this post on Instagram
এদিকে, শুবমান বর্তমানে আইপিএলের ১৬ তম সংস্করণে গুজরাট টাইটান্সের হয়ে খেলতে ব্যস্ত।