নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারল না পাকিস্তান

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারল না পাকিস্তান
Vinkmag ad

সম্প্রতি পাকিস্তান পেসার শাহীন শাহ আফ্রিদি জানান এবারে তার দল এশিয়া কাপ এবং বিশ্বকাপ জিততে চায়। তাদের সাম্প্রতিক ফর্ম বলছে এমনটা ঘটলে অবাক হওয়ার কিছু নেই। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো তারা আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে ওঠে। নিউজিল্যান্ডকে ঘরের মাঠে হেসে খেলে হারাচ্ছে। টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ হবার পর ওয়ানডেতেও সিরিজ জয়। তবে শেষ ম্যাচে জিতে হোয়াইটওয়াশ করাটা হল না পাকিস্তানের।

আর এই পরাজয়ের পর র‍্যাংকিংয়ের শীর্ষস্থানও হারাল পাকিস্তান। ১ থেকে ৩ এ নেমে যেতে হয়েছে বাবর আজমের দলকে।

করাচিতে শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংসে শুরুতেই ছন্দপতন। দলীয় ৩২ রানে ফেরেন টম ব্লান্ডেল। আরেক ওপেনার উইল ইয়াং উইকেটে থিতু হয়ে করেন ৯১ বলে ৮৭ রান। হেনরি নিকোলস তার ইনিংসটা আজ আর বড় করতে না পারলেও ক্যাপ্টেন ঠিকই তার দায়িত্ব পালন করে যান। ৫৮ বলে করেন ৫৯ রান। তাকে সঙ্গ দেন মার্ক চ্যাপম্যান।  চ্যাপম্যানের ৩৩ বলে ৪৩ রানের ইনিংসে রানের চাকা সঠিক গতিতে চলে।

শেষ দিকে কোল ম্যাককঞ্চি এবং রাচিন রবীন্দ্রর ছোট ছোট ইনিংসের পর কেউই আর ব্যাট চালাতে পারেনি। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডে সংগ্রহ দাঁড়ায় ২৯৯।

পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি ৩টি, উসামা মীর, শাদাব খান ২টি এবং বাকি দুটির একটি করে উইকেট পান হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

ওয়ানডে র‍্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ২ নম্বরে থাকা ফখর জামানের ব্যাট আজ আর হাসলো না। ৩৩ করে আউট হন তিনি। উদ্বোধনী জুটি ভাঙে শান মাসুদ ৭ করে আউট হলে। রান মেশিন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান আজ আর ব্যাট হাতে কিউই বোলারদের শাসন করতে পারেননি। 

মিডল অর্ডারে ইফতিখার আহমেদ এবং আঘা সালমানের ব্যাটিং অবশ্য সঠিকপথেই রেখেছিল পাকিস্তানকে। সালমানের ৫৭ বলে ৫৭ এবং ইফতিখারের ৭২ বলে ৯৪ রান অসম্ভবকে সম্ভব করার প্রত্যয়ে এগোচ্ছিল। সালমান আউট হলেও ইফতিখার শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জেতানোর চেষ্টা করেন। তবে বাকিদের সাহায্য না থাকলে ২৫২ রানেই অলআউট হয় পাকিস্তান।

হেনরি শিপলি এবং রাচিন রবীন্দ্র সমান ৩টি করে উইকেট পান। ইশ সোধি, অ্যাডাম মিলনে এবং ম্যাট হেনরি পান ১টি করে উইকেট।

৯৭ ডেস্ক

Read Previous

তামিমের হিসাবের খাতায় যোগফল রিয়াদ-আফিফ

Read Next

নো বলের নাটকীয়তায় শেষ বলে হায়দ্রাবাদের জয়ের নায়ক সামাদ

Total
0
Share