

গেল আইরিশ সিরিজে সিলেটে ৬ নম্বরে ব্যাট করে সাফল্য পাওয়ায় মুশফিকুর রহিমের পজিশন এখন ছয়ে’ই চূড়ান্ত হয়ে গেছে। ক্যারিয়ারের সিংহভাগ কাটিয়ে আসা নিজের চিরচেনা চার থেকে মুশফিককে কেউ ব্যাটিং অর্ডারে পেছনে ঠেলে দেওয়া হয়নি, বরং নিজের পছন্দতেই মুশফিক খেলছেন এই পজিশনে। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালও চান মুশফিক ছয় নম্বর পজিশনে তার অভিজ্ঞতার সমারোহ মেলে ধরুক। ধারাবাহিতা ধরে খেলতে থাকুক গুরুত্বপূর্ণ সময়ে।
মুশফিক অভিজ্ঞ ক্রিকেটার বলেই নিজের ব্যাটিং পজিশন নিয়ে খুব একটা ভাবেন না। এর প্রমাণ মিলেছে ঘরের মাঠে বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজে। ক্যারিয়ারের সিংহভাগ সময় চারে ব্যাট করা মুশফিক ছয়েও উপভোগ করছেন। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে জায়গা বদলালেও মুশফিক ছিলেন তার আপন শক্তিতে। চার নম্বরে বাংলাদেশের ইতিহাসের সফলতম ব্যাটার ৬ বছরের বেশি সময় পর ছয় নম্বরে নেমে ২৬ বলে খেলেন ৪৪ রানের অনবদ্য এক ইনিংস।
পরের ম্যাচে ৬০ বলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি। যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুততম। শেষ ম্যাচে মুশফিকের ব্যাটিংয়ে নামার প্রয়োজনই পড়েনি, বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ১০ উইকেটে। কিন্তু মুশফিক নতুন এক পজিশনে পেয়েছেন সুখস্মৃতি। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও চায় মুশফিক এখানে থেকেই সার্ভিস দিতে থাকুক দলকে।
অধিনায়ক তামিম ইকবাল মুশফিকের ব্যাটিং পজিশন ইস্যুতে জানালেন,
‘অবশ্যই, তার (মুশফিক) সব ধরনের অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা ম্যাটারস লট, বিশেষ করে ৫০ ওভারের ক্রিকেটে। সে ২৫০টির বেশি ম্যাচ খেলেছে। তার গেইম সেন্স খুবই ভালো এবং সে দলের গুরুত্বপূর্ণ অংশ। আমরা যখন ওকে ছয় নম্বরে ব্যাটিং করার কথা বলি সে খুশি ছিল। এটা এমন একটা পজিশন আপনি যদি মন থেকে না চান বা না করতে চান তাহলে খুবই কঠিন। সে দুই হাতে সুযোগটা নিয়েছে। সবশেষ সিরিজে আমরা দেখেছি সে কত ভালো ব্যাটিং করেছে। আমি আশা করি এটা বজায় রাখবে।’
আপাতদৃশ্যতে পরিষ্কার যে মুশফিক ছয়েই ব্যাট হাতে নামবেন আসন্ন আয়ারল্যান্ড সিরিজে। দলের প্রয়োজনে যেকোনো সময় বদলাতে পারবেন পজিশনও। তামিমের বক্তব্যে,
‘দেখুন, সে ছয় নম্বরে ব্যাটিং করবে। কোনো কিছুই তো সার্টেইন না যে ও পাঁচে ব্যাটিং করতে পারবে না বা চারে ব্যাটিং করতে পারবে না। আপনি অনেক খেলায় দেখবেন সে চারে ব্যাটিং করতে নেমে গেছে। এই সিরিজে সে ছয়ে ব্যাটিং করবে যদি না কেউ অসুস্থ বা ইনজুরিতে পড়ে। আমি যেটা বললাম সে এক সিরিজে ভালো করেছে এবং আমাদের তো আরও কয়েকটা সিরিজ আছে দেখবো। এখন সে ছয়ে ব্যাটিং করবে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে সাফল্য পাওয়া মুশফিকের উপর তাই খুব সহজেই আস্থা রাখছে বাংলাদেশ দল।