পয়েন্ট টেবিলের শীর্ষস্থান যেন গুজরাটের পৈতৃক সম্পত্তি

অল্প রান করেও শেষ ওভারে গুজরাটের নাটকীয় জয়
Vinkmag ad

টুর্নামেন্টের শুরু থেকেই পয়েন্ট টেবিলে আধিপত্য বিস্তার করছে গুজরাট টাইটান্স। মাঝে ১ নম্বর পজিশনে কিছুটা হেরফের হলেও গুজরাট আবারও তার স্বমহিমায় শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে। আজ লখনৌ সুপার জায়ান্টসকে ৫৬ রানে হারিয়ে তাদের অবস্থান পাকাপোক্ত করেছে হার্দিকের গুজরাট।

ইনজুরিতে আইপিএল থেকে লোকেশ রাহুল ছিটকে গেলে টুর্নামেন্টের বাকি অংশে লখনৌর অধিনায়কের দায়িত্ব পান ক্রুনাল পান্ডিয়া। আহমেদাবাদে পান্ডিয়া টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেন।

গুজরাটের ওপেনিং জুটি আজ দেখিয়ে দিয়েছে কেনো তারা পয়েন্ট টেবিলের ১ নম্বরে আছে দীর্ঘদিন ধরে। গুজরাটের ওপেনিংয়ে কিছুটা সমস্যা থাকলেও আজ সেখানেও তালুকদারি দেখিয়েছেন দুই ওপেনার শুভমান গিল এবং ঋদ্ধিমান সাহা।  আবেশ খানের বলে ১৪২ রানের ওপেনিং জুটি ভাঙে ঋদ্ধিমান সাহা ৮২ করে আউট হলে। তবে আরেক ওপেনার ইনিংসের শেষ পর্যন্ত টিকে থাকলেও মাত্র ৬ রানের জন্য নিজের অর্ধশতক পূরণ করতে পারে নি।

শেষে হার্দিক পান্ডিয়া ১৫ বলে ২৫ এবং ডেভিড মিলারের ১২ বলে ২১ রান করলে গুজরাটের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ২২৭।

লখনৌর অনভিজ্ঞ ক্যাপ্টেন ক্রুনাল পান্ডিয়া ৮ জন বোলারকে ব্যবহার করলেও আভেষ খান এবং মহসিন খান উইকেট ফেলাতে সক্ষম হয়।

২২৮ রানে জয়ের লক্ষ্য ব্যাট করতে নেমে রাহুলের ইঞ্জুরিতে কপাল খুলে আরেক উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডি ককের। লখনৌর ওপেনাররাও বরাবরের মতো আজকেও তাদের জাত চিনিয়েছে। ওপেনিং জুটিতে আসে ৮৮ রান। কাইল মায়ার্স ৪৮ আর এবছর আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা কক ৭০ করে রাশিদ খানের বলে বোল্ড হন।

ওপেনিং জুটিতে এমন আগ্রাসন যেনো মুহূর্তেই হাওয়ায় মিলে যায়। আইয়ূশ বাদোনির ২১ ছাড়া মিডল অর্ডারে মার্কাস স্টয়নিস, নিকোলাস পুরান, দ্বীপক হুদা কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারে নি। ক্যাপ্টেন গোল্ডেন ডাক মারলে পরের ব্যাটাররাও দলের হার ঠেকাতে পারেনি৷ ৭ উইকেটে ১৭১ রানে থামে লখনৌর ইনিংস।

আইপিএল প্রত্যাবর্তনে শেষ বয়সে এখনো ব্যাটারদের ভয় ধরিয়ে উইকেট নিচ্ছেন মোহিত শর্মা। ৪ ওভার বল করে মাত্র ২৭ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। মোহাম্মদ শামি, নুর আহমেদ, রাশিদ খানরা পান ১টি করে উইকেট। গুজরাটের ৫৬ রানের জয়ে ম্যাচ সেরা শুভমান গিল।

৯৭ ডেস্ক

Read Previous

অমিতের সেঞ্চুরি ও নাইমের ‘৫’, অবনমন এড়াল শাইনপুকুর

Read Next

সাইফের অলরাউন্ড নৈপুণ্যে শিরোপার লড়াইয়ে শেখ জামাল

Total
0
Share