

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২২-২৩ এ আজ ছিল ৪ ম্যাচ। সুপার লিগের ৩ ম্যাচ ও রেলিগেশন লিগে ১। বিকেএসপির ৪ নম্বর গ্রাউন্ডে রেলিগেশন লিগের ম্যাচে ছিল সবার নজর। ঢাকা লেপার্ডসের সাথে কোন দল অবনমিত হবে তা যে নির্ধারণ হবে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাব ম্যাচের ফলে।
দুই দলের মধ্যে যে দল জিতবে তারা টিকে যাবে প্রিমিয়ার লিগে। এমন সমীকরণের ম্যাচে অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাবকে রীতিমত উড়িয়েই দিয়েছে শাইনপুকুর। ফরহাদ রেজার দল জিতেছে ১৪০ রানের বিশাল ব্যবধানে।
টস হেরে আগে ব্যাট করে শাইনপুকুর। আগের ম্যাচের ম্যাচসেরা ওপেনার জিশান আলম ৩৭ বলে ৪ চার ও ২ ছয়ে ৪৭ রান করে আউট হন। তবে সেঞ্চুরি আদায় করে নেন অপর ওপেনার অমিত হাসান। ৪৯ তম ওভারে আউট হওয়া এই উইকেটরক্ষক ব্যাটার ১৩৩ বলে ১০ চারে ১১৫ রান করেন।
তিনে নামা লঙ্কান রিক্রুট ২১ রান করে ফেরেন। কম যাননি চারে নামা খালিদ হাসানও। ৬১ বলে ৫ চার ও ২ ছয়ে ৬৩ রান করেন তিনি। শেষদিকে মাহফিজুল ইসলাম রবিন ১৫ বলে ৩৩* রানের ক্যামিও খেললে ৩১৬ অব্দি যায় শাইনপুকুর।
অগ্রনী ব্যাংকের পক্ষে ২ উইকেট নেন আনামুল হক। ১ টি করে উইকেট নেন আরাফাত সানি, মোহাম্মদ ইলিয়াস ও জাহিদ জাবেদ।
অগ্রনী ব্যাংক ওপেনার জাহিদ জাভেদ ফেরেন দ্রুতই। ২য় উইকেটে ৭৮ রান যোগ করেন সাদমান ইসলাম অনিক ও জহুরুল ইসলাম। ৮৫ রানে ২য় উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। অধিনায়ক মার্শাল আইয়ুব ৩০ রান করে পরাজয়ের ব্যবধানই কেবল কমাতে পারেন।
৪২.৪ ওভারে ১৭৬ রানেই গুটিয়ে যায় অগ্রনী ব্যাংক। শাইনপুকুরের হয়ে নাইম আহমেদ ৫, হাসান মুরাদ ৪ উইকেট নেন।
১৪০ রানের জয়ের দিন ম্যাচসেরা হন অমিত হাসান।