

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২২-২৩ এ শিরোপার আরও কাছে পৌঁছে গেছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। রবিবার বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে লেজেন্ডস অব রুপগঞ্জকে ৪ উইকেটে হারিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল।
টস জিতে আগে ব্যাট করে লেজেন্ডস অব রুপগঞ্জ। ইরফান শুক্কুর ও চিরাগ জানির জোড়া ফিফটি স্বত্বেও ২৩০ এর বেশি করতে পারেননি রুপগঞ্জ।
৪৭.২ ওভারে অলআউট হয় রুপগঞ্জ। ৭৯ বলে ২ চার ১ ছয়ে ৫২ রান করেন শুক্কুর। ৫১ বলে ৫ চার ও ১ ছয়ে ৫০ রান করেন চিরাগ। এছাড়া জাওয়াদ রোয়েন ৬০ বলে ৪৬ রান করেন। ২ টি করে চার ও ছয়ে ২২ বলে ২৬ রান করেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আবাহনী লিমিটেডের পক্ষে ৪৫ রান খরচে ৪ উইকেট নেন রিপন মন্ডল। ২ উইকেট নেন পাকিস্তানি রিক্রুট খুশদিল শাহ। ১ টি করে উইকেট নেন নাহিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম।
২৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে আবাহনী লিমিটেড ব্যাটাররা বেশি সময় নেননি। ৬ উইকেট হারিয়ে ৪০ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।
আবাহনীর পক্ষে ফিফটি করেন ওপেনার নাইম শেখ ও তিনে নামা মাহমুদুল হাসান জয়। ৫৬ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৬ রান করেন নাইম। ৭৬ বলে ৮ চারে ৬৭ রান করেন জয়।
রুপগঞ্জের পক্ষে ৩ উইকেট নেন মুক্তার আলি। ১ টি করে উইকেট নেন আব্দুল হালিম, মাশরাফি মর্তুজা ও তানবীর হায়দার।
আবাহনীর ৪ উইকেটে জয়ে ম্যাচসেরা হন রিপন মন্ডল।