

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ না জিততে পারলেও ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুর ৪ ম্যাচই জিতে নিয়েছে পাকিস্তান। আইসিসি র্যাংকিং প্রবর্তনের পর এই প্রথম এর শীর্ষে উঠেছে বাবর আজমের দল। যদিও দলটির তারকা পেসার শাহীন শাহ আফ্রিদির চাওয়া আরও বেশি।
ওয়ানডে র্যাংকিংয়ে শীরড়ষ দল হবার পর শাহীন শাহ আফ্রিদি বলছেন তারা এশিয়া কাপ ২০২৩ ও বিশ্বকাপ ২০২৩ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী।
জিও নিউজের সাথে কথা বলার সময় এই পেসার আশা প্রকাশ করেন যে পাকিস্তান দুটি মেগা টুর্নামেন্টে ভাল পারফরম্যান্স দেখাবে এবং ফাইনালে পৌঁছাবে।
আফ্রিদি বলেন, ‘ওয়ানডে ম্যাচগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা এবার বিশ্বকাপ এবং এশিয়া কাপের ফাইনাল জিতব।’
‘দল হিসাবে আমরা আমরা ভারতের কন্ডিশন থেকে সুবিধা আদায় করার চেষ্টা করব এবং পাকিস্তানকে ফাইনাল জেতাতে সাহায্য করব।’
তার ব্যক্তিগত পারফরম্যান্স সম্পর্কে বলতে গিয়ে আফ্রিদি বলেন যে তিনি সর্বদা দলের জন্য তার সেরাটা দেওয়ার চেষ্টা করেন। বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং – তিনটি বিভাগেই ভালো পারফরম্যান্স প্রদর্শনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শাহীন শাহ বলেন, ‘শুরুর ওভার হোক, দ্বিতীয় ওভার হোক বা শেষ ওভার- আমার কাজ প্রতিপক্ষকে আক্রমণ করা।’