

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে আলোচনায় আছেন পাকিস্তানের বাবর আজম। আর সেটা পারফরম্যান্স দিয়েই। সব ফরম্যাটেই নিজের জাত চেনানো পাকিস্তানের অধিনায়ক দলকেও তুলেছেন ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ৪ ম্যাচই জিতেছে পাকিস্তান। আর তাতে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের ১ নম্বর দলের তকমা পেয়েছে দলটি। দলের এমন অর্জনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাবর আজম।
৪র্থ ওয়ানডেতে নিজের ১৮ তম ওয়ানডে শতক তুলে নিয়েছেন, গড়েছেন সবচেয়ে দ্রুততম সময়ে (৯৭ ইনিংসে) ৫০০০ ওয়ানডে রানের রেকর্ড। বাবর আজমের বৃহস্পতি এখন তুঙ্গে।
বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটার কাদের ব্যাটিং পছন্দ করেন? সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। ৪ ব্যাটারের নাম উল্লেখ করেছেন স্টাইলিশ ও টেকনিক্যালি সাউন্ড এই ব্যাটার।
বাবর আজমের তালিকায় আছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের নাম। পাকিস্তানের আব্দুল্লাহ শফিকের নামও নিয়েছেন বাবর।
ক্রিকউইকের সঙ্গে ইন্টারভিউয়ে বাবর আজম বলেন, ‘আমি অনেক ব্যাটারের ব্যাটিংই অনুসরণ করি। আমি যদি কারও ব্যাটিং মিস করি তবে হাইলাইটস দেখি। আমি সত্যিই উপভোগ করি কেন উইলিয়ামসনের ব্যাটিং। আব্দুল্লাহ শফিকের ব্যাটিংও উপভোগ করি আমি, যেভাবে সে স্টাইলিশ ব্যাটিং করে।’
‘এছাড়া জো রুটের ব্যাটিং আমি উপভোগ করি, জস বাটলার যখন মুডে থাকেন তখন তার ব্যাটিং দেখা খুবই উপভোগ্য।’