

বোলিং করার ধরণ অনেকটাই লাসিথ মালিঙ্গার মত। ২০ বছর বয়সী মাথিশা পাথিরানাকে তাই মালিঙ্গার সঙ্গে তুলনা করছেন অনেকেই। শ্রীলঙ্কার হয়ে ১ টি মাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা এই ডানহাতি ফাস্ট বোলার খেলছেন আইপিএলে।
চেন্নাই সুপার কিংসের পক্ষে ৭ ম্যাচ খেলেই নিজের জাত চিনিয়েছেন পাথিরানা। মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে যেনো নিজের সেরাটাই নিংড়ে দিচ্ছেন তিনি।
প্রশংসা কুড়াচ্ছেন সব মহল থেকেই, বাদ যাননি খোদ লাসিথ মালিঙ্গাও। টুইটারে তিনি লিখেছেন, ‘আমি মাথিসার নিয়মিত উন্নতি দেখছি।’
I see continuous improvement from Matheesha.
Good gas????
Better control????@matheesha_9 | #IPL2O23— Lasith Malinga (@malinga_ninety9) May 6, 2023
সাদা বলের ক্রিকেটে যখন পাথিরানা দারুণ করছেন, তখন ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির মত মাথিশাকে লাল বলের ক্রিকেটের ধারেকাছেও যাওয়া উচিত নয়।
ধোনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি সে এমন কেউ নয় যার অনেক লাল বলের ক্রিকেট খেলা উচিত। তার লাল বলের ক্রিকেটের ধারেকাছেও যাওয়া উচিত নয়। এমনকি সাদা বলের ক্রিকেটে ৫০ ওভারি ম্যাচও তার যথাসম্ভব কম খেলা উচিত। বড় আইসিসি টুর্নামেন্ট খেলুক, কারণ সে এমন কেউ নয় যে খুব বেশি পরিবর্তিত হবে।’
‘তাকে ফিট নিশ্চিত করতে হবে, যেনো তিনি আইসিসি টুর্নামেন্টে খেলতে পারেন। তিনি শ্রীলঙ্কার জন্য এক দুর্দান্ত সম্পদ হবেন। ভুলে গেলে চলবে না সে একজন অল্পবয়সী। শেষবার যখন সে এসেছিল তখন পেশীতে তেমন জোর ছিল না, এখন যা আছে। সে শ্রীলঙ্কার ক্রিকেটকে অনেক সার্ভিস দিবে, তবে সে কতটা বোলিং করবে সেদিকে আমাদের নজর রাখতে হবে’, ধোনি যোগ করেন।
View this post on Instagram