তিন ম্যাচ পর চেন্নাইয়ের জয়, প্লে অফের সমীকরণ জমে উঠল

তিন ম্যাচ পর চেন্নাইয়ের জয়, প্লে অফের সমীকরণ জমে উঠল
Vinkmag ad

দুই ম্যাচ হারের পর এক ম্যাচ বৃষ্টিতে পন্ড। তিন ম্যাচ পর অবশেষে জয়ের মুখ দেখল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২ এ আছে মাহেন্দ্র সিং ধোনির সিএসকে। এদিকে মুম্বাইয়ের হারে প্লে অফের জন্য ৩য় এবং ৪র্থ স্থানের লড়াই জমে উঠেছে।

হোম ভেন্যুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মাহেন্দ্র সিং ধোনি। মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপ শুরুতেই কেমন ওলট-পালট। রোহিত শর্মার পরিবর্তে ওপেনিংয়ে ক্যামেরুন গ্রিন। হঠাৎ এমন পরিবর্তনেই হয়তো ওপেনিং জুটি দাঁড়াতেই পারে নি। দলীয় ১৩ রানেই দুই ওপেনার সাজঘরে। দীর্ঘদিন রান না পাওয়া রোহিত শর্মা ওয়ান ডাউনে নেমেও কোনো সুবিধা করতে পারলেন না। দীপক চাহারের বলে শুন্য হাতে ফেরেন, পান ডাকের স্বাদ। আইপিএল ইতিহাসে ক্রিকেটার হিসাবে বা অধিনায়ক হিসাবে দুই ক্ষেত্রেই সর্বোচ্চ ডাক এখন তার।

মুম্বাইয়ের শুরুর এই ব্যাটিং ব্যর্থতার মাশুল দিতে যারপরনাই চেষ্টা করেন নেহাল ওয়াধেরা। তার ব্যাট থেকে মুম্বাইয়ের ব্যক্তিগত সর্বোচ্চ ৬৪ রান আসে। সুরিয়াকুমার যাদব এবং ট্রিস্টান স্টাবস মিডল অর্ডারে নেহাল ওয়াধেরার সাথে জুটি বেঁধে মুম্বাইয়ের দলীয় সংগ্রহ বড় করার চেষ্টা করলেও দুজনের কেউই উইকেটে বেশিক্ষণ টিকতে পারেন নি। সুরিয়াকুমার করেন ২৬ এবং স্টাবসের ব্যাট থেকে আসে ২০ রান। দুজনের আউটের পর মুম্বাইয়ের আর কোনো ব্যাটার দুই অঙ্কের রান করতে পারে নি। ৮ উইকেটে ১৩৯ রানে থামে মুম্বাইয়ের ইনিংস।

মুম্বাইয়ের ব্যাটারদের কম রানে আটকানোর কৃতিত্বে অনেক বোলারের নাম উচ্চারিত হলেও পাথিরানার ৪ ওভারে ১৫ রান দিয়ে নেয়া ৩ উইকেট ম্যাচ চেন্নাইয়ের দিকে ঘুরিয়ে দেয়। এছাড়া দীপক চাহার, তুষার দেশপান্ডে ২টি করে এবং রবীন্দ্র জাদেজা পান ১টি উইকেট।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানী শুরু চেন্নাইয়ের ব্যাটারদের। ৩০ রান করে রুতুরাজ গায়েকোয়াড় আউট হলে দলীয় ৪২ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ডেভন কনওয়ে তখনও উইকেট সামলে শট খেলে যাচ্ছিলেন। তার ৪৪ রানের ইনিংস থামে মাধওয়ালের বলে লেগ বিফোর উইকেটে কাটা পড়লে।

মিডল অর্ডারে আজিঙ্কা রাহানে এবং আম্বাতি রায়ডু ছোট ছোট ইনিংস খেলে চেন্নাইয়ের জয়ের পথ সহজ করে দেন। শেষে শিবাম দুবে ১৮ বলে ২৬ করে নট আউট থেকে চেন্নাইয়ের জয় নিয়ে মাঠ ছাড়েন।

মুম্বাইয়ের হয়ে ২টি উইকেট নেন পীযুষ চাওলা এবং স্টাবস, মাধওয়ালরা পান ১টি করে উইকেট। চেন্নাইয়ের ৬ নম্বর জয়ে ম্যাচ সেরা হন পাথিরানা।

৯৭ ডেস্ক

Read Previous

বাবরের মত আরও সেলফিশ ক্রিকেটার চান সাইদ আজমল

Read Next

১০ ম্যাচ খেলে এই প্রথম দিল্লি ক্যাপিটালসের উন্নতি

Total
0
Share