

জুনের প্রথম সপ্তাহে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। সেই ম্যাচের আগে চেমসফোর্ডে এসেক্সের বিপক্ষে এক প্রথম শ্রেণির ম্যাচও খেলবে আইরিশরা।
এই দুই ম্যাচকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। অ্যান্ড্রু বালবার্নির নেতৃত্বাধীন দলে নেই জশ লিটল।
স্কোয়াড নিয়ে আয়ারল্যান্ডের জাতীয় নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বলেন, ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোষাকে ক্রিকেটারদের পারফরম্যান্স, বিশেষ করে ব্যাটারদের- লর্ডস টেস্টে আত্মবিশ্বাস যোগাবে। ক্রেইগ ইয়াং ও কনোর অলফার্টকে দলে ফেরাতে পারা দারুণ খবর।’
‘কন্ডিশন বিবেচনায় আমরা একমাত্র স্পিনার নিয়ে যাচ্ছি। আর অলরাউন্ড পারফরম্যান্সে সেখানে এগিয়ে থেকেছেন অ্যান্ডি ম্যাকব্রাইন। জশ লিটলকে নিয়ে যেটা, যদিও আইপিএল শেষ হয়ে যাবে তবে তাকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। কারণ আমাদের সামনে সাদা বলের ক্রিকেটে গুরুত্বপূর্ণ গ্রীষ্ম আছে।’
???? MEN’S TEST SQUAD NAMED
The 15-player squad has been named for the upcoming Lord’s Test against England in June (and first-class match against Essex).
➡️ Read more: https://t.co/AW52E5CIKR#BackingGreen ☘️???? pic.twitter.com/SqbXeJSLeK
— Cricket Ireland (@cricketireland) May 6, 2023
আয়ারল্যান্ডের টেস্ট স্কোয়াড-
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, টম মায়েস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, জেমস ম্যাককুলাম, পিজে মুর, কনোর অলফার্ট, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেইগ ইয়াং।
সিরিজের সূচি-
আয়ারল্যান্ড বনাম এসেক্স- চেমসফোর্ড, ২৬-২৮ মে
আয়ারল্যান্ড বনাম ইংল্যান্ড- একমাত্র টেস্ট- ১-৪ জুন, লর্ডস।